Tanushree Dutta

আট বছর আধ্যাত্মিকতায় ডুবে ছিলাম, বললেন তনুশ্রী

আট বছর ধরে তিনি আধ্যাত্মিকতার জগতে ডুবে ছিলেন। খুব প্রয়োজন না হলে বাইরের পৃথিবীর সঙ্গে তিনি নাকি কোনওরকম যোগাযোগ রাখতেন না। নানা পাটেকরের যৌন হেনস্থার রেশ কাটাতে ধ্যান ও প্রার্থনার রাস্তা বেছে নিয়েছিলেন তনুশ্রী দত্ত। আর তাতেই মিলেছিল শান্তি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৮ ১২:৩৯
Share:

আপাতত ‘ব্রেক’ নিচ্ছেন তনুশ্রী। ফাইল ছবি।

আট বছর ধরে তিনি আধ্যাত্মিকতার জগতে ডুবে ছিলেন। খুব প্রয়োজন না হলে বাইরের পৃথিবীর সঙ্গে তিনি নাকি কোনওরকম যোগাযোগ রাখতেন না। নানা পাটেকরের যৌন হেনস্থার রেশ কাটাতে ধ্যান ও প্রার্থনার রাস্তা বেছে নিয়েছিলেন তনুশ্রী দত্ত। আর তাতেই মিলেছিল শান্তি।

Advertisement

কিন্তু নানা পাটেকরের বিরুদ্ধে এক নাগাড়ে লড়তে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন তনুশ্রী দত্ত। তাই আপাতত কয়েক দিনের ‘ব্রেক’ নিচ্ছেন তিনি। যদিও এই বিরতি শক্তি সঞ্চয়ের জন্যই। তার পরই তিনি নতুন উদ্যমে লড়াই শুরু করবেন বলে জানালেন তনুশ্রী দত্ত।

মঙ্গলবার সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘‘আমার গলা ভেঙে গিয়েছে। কোনও আওয়াজ বেরোচ্ছে না। আমি অসুস্থ। গত কয়েক দিন প্রায় ১৬ ঘন্টা করে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে হয়েছে আমাকে। শক্তি সঞ্চয়ের জন্য আমাকে কয়েক দিনেক বিরতি নিতে হচ্ছে। তার পরই আমি আবার লড়াই শুরু করব। কারণ, এই লড়াই শুধু আমার নয়, আমার মতো আরও অনেকের সঙ্গেই এই অন্যায় হয়েছে। এই লড়াই তাঁদের জন্যও।’’

Advertisement

আরও পড়ুন: গাড়িতে তনুশ্রী, বাইরে উন্মত্ত জনতা, দেখুন ভাইরাল ভিডিও

২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার শুটিং-এর সময় সেটের মধ্যেই তাঁকে যৌন হেনস্থা করেছিলেন নানা পাটেকর। তনুশ্রীর এই অভিযোগে গত কয়েক দিন ধরেই তোলপাড় বলিউড। তাঁর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে আইনি নোটিশ পাঠানো হয়েছে, এমনটাই জানিয়েছিলেন নানা পাটেকর। যদিও কোনও আইনি নোটিশ তাঁর কাছে আসেনি বলে জানিয়েছেন তনুশ্রী দত্ত।

আরও পড়ুন: তেলুগু নায়কের আলিঙ্গন, সেক্স অ্যাপিলে পাটায়া কাঁপাচ্ছেন সায়ন্তনী

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন