কোয়েন্টিন ট্যারান্টিনোর পরবর্তী ছবির মুক্তি ক্রিসমাসে

‘পাল্প ফিকশন’-খ্যাত পরিচালক কোয়েন্টিন ট্যারান্টিনোর পরবর্তী ছবি ‘দ্য হেটফুল এইট’-এর চিত্রনাট্য ইন্টারনেটে প্রকাশিত হয়ে গিয়েছিল। এর পর এই ছবি বাতিল করার কথাই ভেবেছিলেন ট্যারান্টিনো।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৫ ০০:০০
Share:

‘পাল্প ফিকশন’-খ্যাত পরিচালক কোয়েন্টিন ট্যারান্টিনোর পরবর্তী ছবি ‘দ্য হেটফুল এইট’-এর চিত্রনাট্য ইন্টারনেটে প্রকাশিত হয়ে গিয়েছিল। এর পর এই ছবি বাতিল করার কথাই ভেবেছিলেন ট্যারান্টিনো। কিন্তু শেষ পর্যন্ত বানিয়ে ফেললেন ‘দ্য হেটফুল এইট’। চলতি বছর ক্রিসমাসে মুক্তি পাবে ছবি। পাশাপাশি উইল স্মিথ অভিনীত ‘কনকাশন’, জেনিফার লরেন্স অভিনীত ‘জয়’ ওই সময়েই মুক্তি পাবে বলে জানা গিয়েছে। ট্যারান্টিনোর অষ্টম ছবি ‘দ্য হেটফুল এইট’-এ অভিনয় করছেন স্যামুয়েল এল জ্যাকসন, কার্ট রাসেল, জেনিফার জ্যাসন লি প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement