Cinema

প্রিমিয়ারের পরের পার্টিতে লাইভ টিম ‘সোয়েটার’

এ ছবি এক সাধারণ মেয়ের গল্প। সোয়েটার বুনতে পারলে, তবে হবে বিয়ে। এ হেন শর্ত দেন শাশুড়ি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৯ ০০:৩৮
Share:

বাংলা ছবি ‘সোয়েটার’-এর কলাকুশলীরা। নিজস্ব চিত্র।

শুক্রবার মুক্তি পেল শিলাদিত্য মৌলিকের প্রথম বাংলা ছবি ‘সোয়েটার’। প্রিমিয়ারে অতিথি সমাগম এতটাই হয়েছিল যে সকলকে জায়গা দিতে পারেননি প্রযোজকরা। আনন্দবাজার ডিজিটাল উপস্থিত ছিল প্রিমিয়ারের পরের পার্টিতে। সেখানে পরীক্ষা শেষের উল্লাসে ফেটে পড়লেন কলাকুশলীরা।

Advertisement

এ ছবি এক সাধারণ মেয়ের গল্প। সোয়েটার বুনতে পারলে, তবে হবে বিয়ে। এ হেন শর্ত দেন শাশুড়ি। সেই শর্তের সামনে পড়ে নিতান্তই হকচকিয়ে যায় সে। কিন্তু এ হেন অদ্ভুত চ্যালেঞ্জ সে কি গ্রহণ করবে? নিজের লড়াইটা লড়তে পারবে মেয়েটি?

ইশা সাহা, শ্রীলেখা মিত্র, খরাজ মুখোপাধ্যায়, জুন মালিয়া, সৌরভ দাশ, অনুরাধা মুখোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি। রিলিজের পর কী কী বললেন টিম ‘সোয়েটার’-এর সদস্যরা? দেখুন ভিডিয়ো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement