‘বছরের বেস্ট ২০২৫’-এর সন্ধ্যায় উজ্জ্বল নায়িকাদের সখ্য ছবি: সংগৃহীত।
গোলাপি, জাম রং ঘেঁষা শাড়িতে সেজেছিলেন পাওলি দাম। আনন্দবাজার ডট কমের অভিজাত সন্ধ্যায় তিনি সে দিন সঞ্চালিকা। আর পদ্মা পাড়ের জয়া আহসান সে দিন মঞ্চে। ' কন্ঠ ' ছবির পরে একসঙ্গে আর তাঁদের দেখা যায়নি। ' বছরের বেস্ট' এর সন্ধ্যা তাঁদের মুখোমুখি নিয়ে এল। পাওলির সাজ দেখেই উচ্ছ্বসিত জয়া। বললেন, “ কী চমৎকার শাড়ির রং! এ রংটার কথা আগে তো ভাবিনি! এই রঙের শাড়ি এক বার আমাকেও একবার পরতে হবে।!"
শহরের অন্যতম অভিজাত হোটেলে আনন্দবাজার ডট কমের বিশেষ অনুষ্ঠান ‘বছরের বেস্ট ২০২৫’। সেই সন্ধ্যা অভিনব তাঁর অতিথিদের উজ্জ্বল উপস্থিতিতে। ইতিমধ্যেই ১০ কৃতী বাঙালিকে খুঁজে নিয়েছে আনন্দবাজার ডট কম। সেই মঞ্চেই মিলে গেল বাংলার ইতিহাস থেকে বাঙালির ব্যবসার কাহিনি। একত্র হলেন বাঙালি চিত্রশিল্পী, বিজ্ঞানী, পরিচালক এবং অভিনেত্রী। দুই সুন্দরীর এমন ঘরোয়া আলাপের মাধুরী মুহূর্তই যেন সংক্রমনের মতো ছড়িয়ে পড়ল আশপাশের অনেককে। যেন কত দিন পরে কাজের মাঝে একটু সময় করে হালকা আড্ডা দেওয়া গেল! একটু দূরে দাঁড়িয়ে পাওলি আর জয়ার গল্প শুনছিলেন অভিনেত্রী দর্শনা বনিক। মিশে গেলেন তাঁদের মধ্যে। পরে পাওলির সঙ্গে ছবি তুললেন তিনি।
বছর-সেরার সন্ধ্যা মানেই শহরের খ্যাতনামীদের ভিড়। সেই তালিকা থেকে বাদ নেই টলিউডের বিশেষ সুন্দরীরা। জয়া-পাওলির পাশাপাশি ছিলেন কোয়েল মল্লিক, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, তৃণা সাহারা। কে বলে নায়িকাদের মধ্যে বন্ধুত্ব নেই? ‘বছরের বেস্ট ২০২৫’-এর সন্ধ্যা তো অন্য কথা বলল।
তৃণা, দর্শনা আর বিবৃতি এক জায়গায় হতেই নানা ধরনের গল্প জুড়ে দিলেন। প্রথমে হল এক দফা ফটোশুট। একা নয়। তিন জনে ছবি তুললেন। দর্শনা এবং বিবৃতি দু’জনকেই দেখা যাবে শুভ্রজিৎ মিত্রের ‘দেবী চৌধুরানী’ ছবিতে। দুর্গা পূজায় আসছে ওই ছবি। অন্য দিকে তৃণা, বিবৃতির বন্ধুত্বও যে কথটা গাঢ় তা বোঝা গেল অভিনেত্রীর প্রতিক্রিয়ায়। এক ঝলক দেখেই বিবৃতির প্রশংসায় পঞ্চমুখ তৃণা। এ দিন অভিনেত্রী ইধিকা পাল এসেছিলেন একে বারে অন্য লুকে। তাঁর ব্লাউজ়ের ডিজ়াইন নিয়েও শোনা গেল বিপুল আলোচনা। ঝলমলে সন্ধ্যায় নিজেদের নিজস্বী তুলতেও ভুললেন না প্রায় কেউই। সারা সন্ধ্যা জুড়ে নায়িকাদের আড্ডা, হাসি, কলতানে মুখর হয়ে রইল অনুষ্ঠান কক্ষ।