The Kerala Story

পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’, মমতাকে বিশেষ অনুরোধ পরিচালক সুদীপ্ত সেনের

বাংলায় নিষিদ্ধ করা হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি। এ বার মমতাকে কী বললেন পরিচালক সুদীপ্ত সেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০২৩ ১৯:১৮
Share:

বঙ্গে ছবি নিষিদ্ধ হতে মমতার কাছে অনুরোধ পরিচালক সুদীপ্তের। গ্রাফিক: সনৎ সিংহ।

রাজ্যে নিষিদ্ধ দ্য কেরালা স্টোরি। সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এই সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেন। তিনি জানিয়েছেন, শান্তি-সৌহার্দ্য বজায় রাখতে এই রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা হল। এই সিনেমায় যে সব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে। তাই নিষিদ্ধ করা হল। এই ঘটনার পর প্রায় এক দিন কেটে গিয়েছে। এই প্রসঙ্গে ছবির পরিচালক বললেন, ‘‘গোটাটাই করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে।’’ পাশপাশি সুদীপ্ত বিশেষ অনুরোধ করেন মমতাকে।

Advertisement

এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, ‘‘আমি অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে ছবিটি দেখতে। ২০১৮ সালে সঞ্জয় লীলা ভন্সালীর ছবি পদ্মাবত নিয়ে যখন দেশজোড়া বিতর্ক, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালকের পাশে দাঁড়ান।’’

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে সুদীপ্ত বলেন, বাংলায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাজনৈতিক উদ্দেশ্যেই এই ছবি নিষিদ্ধ করেন তিনি। আমি রাজনীতিবিদ নই আমি পরিচালক, আমার কাজ সিনেমা বানানো সেটাই করব আমি। শুধু অনুরোধ করব সিদ্ধান্ত নেওয়ার আগে ছবিটা দেখুন। কলকাতায় মুক্তির পর প্রায় ৪ দিন তো হলে চলছিল, আচমকা দিদির মনে হল এই ছবি আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে!’’

Advertisement

শেষে পরিচালকের সংযোজন, ‘‘আমার মনে হয় ছবিটি দেখার পর গর্ব বোধ করবেন যে একজন বাঙালি পরিচালক এই ছবি বানিয়েছেন। দেখার পর ছবিটি পছন্দ হবেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন