Entertainment News

নেটিজেনদের নতুন ডার্লিং এই সেলেব নাতি!

এই একলাইনেই লুকিয়ে এই একরত্তি দাদুর পরিচয়। আর তাতেও যদি ধোঁয়াশা না কাটে, তাহলে বলে রাখা ভাল যে তিনি বলিউডের এক নামজাদা সঙ্গীত পরিচালক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৭ ১২:৩০
Share:

স্বস্তিক বনসল। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে

‘মেরে দেশ কি ধরতি সোনা উগলে’!

Advertisement

এই একলাইনেই লুকিয়ে এই একরত্তি দাদুর পরিচয়। আর তাতেও যদি ধোঁয়াশা না কাটে, তাহলে বলে রাখা ভাল যে তিনি বলিউডের এক নামজাদা সঙ্গীত পরিচালক।

প্রায় ৪০ বছর ধরে বলিউডে সুর দিয়ে আসছেন তিনি। কিশোর কুমার থেকে কুমার শানু সকলেই তাঁর সুরে গান গেয়েছেন। কিন্তু এই গানের পাশাপাশি আর যদি কিছু তাঁকে ভাবায় তাহলে সেটি হল সোনা। বরাবরই তাঁর সোনার প্রতি ভালবাসা। এই বার বোধ হয় আর কোনও ক্লুয়ের প্রয়োজন পড়বে না। চোখ বুজে বলা যেতে পারে তিনি বাপ্পি লাহিড়ি। আর এই একরত্তি তাঁরই নাতি।

Advertisement

সোনার বুট পরে স্বস্তিক। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে

ইন্টারনেটে সবেমাত্র সামনে এসেছে এই বাচ্চাটির ছবি, নাম স্বস্তিক বনসল। আর নিমেষে ভাইরাল কিউট স্বস্তিকের ছবি। বাপ্পি লাহিড়ির মেয়ে রিমার ছেলে স্বস্তিক। চেহারায় দাদুর সঙ্গে অনেক মিল থাকলেও নেটিজেনরা আরেক আন্তর্জাতিক তারকার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। ‘গ্যাঙ্গনাম স্টাইল’ খ্যাত পিএসওয়াই (PSY) এর সঙ্গে হুবহু মিল রয়েছে স্বস্তিকের বলে মনে করছেন অনেকেই।

আরও পড়ুন, ‘এ বার জন্মদিনে সেরা গিফট পেলাম’

আরও পড়ুন, আসছে ‘গোপাল ভাঁড়’…

ব্লু শুটে জামনিবাই নার্সী স্কুলে একটি প্রদর্শনীতে পৌঁছেছিলেন স্বস্তিক। তবে ব্লু শুট তো না হয় গেল, কিন্তু সকলের নজর ছিল স্বস্তিকের জুতোয়। কেন না সেই জুতোই অনেককে বুঝিয়ে দেবে যে বাচ্চাটি আসলে বাপ্পি লাহিড়ির পরিবারেরই কেউ। যে সে জুতো নয়, এক্কেবারে সোনার জুতো পরে ওই স্কুলে এসেছিলেন স্বস্তিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement