রাজকুমার রাওয়ের নতুন পোস্টারে ছবির নাম নেই কেন?

নীল ব্যাগ্রাউন্ড। মাঝখানে একটি লোহার জাল। জালের এপার থেকে আলোয় মোড়া সুসজ্জিত এক শহর দেখছে একটি ছেলে। জালের ওপরে ঝুলছে ছেঁড়া ছেঁড়া কতগুলো কাপড়। কী ভাবছে ছেলেটি? নাহ! সে কথা বলা নেই ছবির এই পোস্টারে। শুধু তাই নয়, পোস্টারটিতে ছবির নামটি পর্যন্ত নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মুম্বই শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৬ ১৭:২২
Share:

নীল ব্যাগ্রাউন্ড। মাঝখানে একটি লোহার জাল। জালের এপার থেকে আলোয় মোড়া সুসজ্জিত এক শহর দেখছে একটি ছেলে। জালের ওপরে ঝুলছে ছেঁড়া ছেঁড়া কতগুলো কাপড়। কী ভাবছে ছেলেটি? নাহ! সে কথা বলা নেই ছবির এই পোস্টারে। শুধু তাই নয়, পোস্টারটিতে ছবির নামটি পর্যন্ত নেই।

Advertisement

২৬ অক্টোবর মুম্বই ফিল্ম ফেস্টিভ্যাল (মামি)-তে দেখানো হবে রাজকুমার রাওয়ের এই ছবি। ছবিটি পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মতওয়ানে। কিন্তু আজব ব্যাপার হল, এই ছবির পোস্টারে কোনও নাম নেই। নাম ছাড়াই ছবি? এমনটাও হয়। নাহ! ব্যাপারটা ঠিক তেমন নয়। সূত্রের খবর, আসলে ছবির যথার্থ নাম এখনও ঠিক করে উঠতে পারেননি ছবির পরিচালক। সেই জন্যই নাম ছাড়া পোস্টার প্রকাশ করতে বাধ্য হয়েছেন তাঁরা।

তবে স্ক্রিনিংয়ে নাম না থাকার জটিলতা এড়াতে প্রাথমিকভাবে ছবিটির নাম দেওয়া হয়েছে ‘ট্র্যাপড’। কিন্তু ফাইনাল না হওয়ায় ছবির পোস্টারে কোনও নাম রাখা হয়নি।

Advertisement

‘উড়ান’ ও ‘লুটেরা’-খ্যাত পরিচালক বিক্রমাদিত্য জানালেন গল্পটি একেবারে অন্যরকম। একটি ছেলে একটি অ্যাপার্টমেন্টের ঘরে আটকে পড়েছিল। এই অবস্থাতেই সে ২৫ দিন কাটায়। কী ভাবে? তারপর কী হয়? এই নিয়েই গল্প এগিয়ে চলে।

আরও পড়ুন: ‘আমি গর্ভবতী হব কিনা, তোমরা বলার কে?’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন