রামন রাঘবের টিজারে নয়া অবতারে নওয়াজউদ্দিন

এ বছরই মুক্তি পেতে চলেছে অনুরাগ কাশ্যপের নতুন সাইকোলজিক্যাল থ্রিলার রামন রাঘব ২.O। সেই ছবির পোস্টারেই ভয়ঙ্কর লুকে দর্শকদের চমকে দিয়েছিলেন নাওয়াজউদ্দিন সিদ্দিকি। সেখানে তাঁর নীল রঙের মুখের সঙ্গে হিংস্র লাল চোখ দেখে রীতিমতো গায়ে কাঁটা দিয়েছিল বি-টাউনের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০১৬ ০৯:৩০
Share:

এ বছরই মুক্তি পেতে চলেছে অনুরাগ কাশ্যপের নতুন সাইকোলজিক্যাল থ্রিলার রামন রাঘব ২.O। সেই ছবির পোস্টারেই ভয়ঙ্কর লুকে দর্শকদের চমকে দিয়েছিলেন নাওয়াজউদ্দিন সিদ্দিকি। সেখানে তাঁর নীল রঙের মুখের সঙ্গে হিংস্র লাল চোখ দেখে রীতিমতো গায়ে কাঁটা দিয়েছিল বি-টাউনের। এ বার নওয়াজের হিংস্র লুকের সঙ্গে মানানসই টিজারে ফের আরও একবার সকলকে নয়া চমক দিলেন অনুরাগ।

Advertisement

এ বছর কান ফিল্ম ফেটিভ্যালে যাচ্ছে এই ছবি। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের এই ছবির ট্রেলর মুক্তি পাবে আগামী ১০ মে। ছবিটি মুক্তি পাবে ২৪ জুন।

আরও পড়ুন, ইনি আপনার পরিচিত সিরিয়াল কিলার, কে বলুন তো?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement