Tiger Shroff

কোমর থেকে ধীরে ধীরে খসে গেল প্যান্ট, সুঠাম শরীর প্রদর্শন করতে গিয়ে কী কাণ্ড ঘটালেন টাইগার!

এই মুহূর্তে টাইগারকে দেখা যাবে না কোনও ছবিতে। তবে অভিনেতা রয়েছেন চর্চায়। নিজের পেশিবহুল সুঠাম শরীরের ভিডিয়ো ভাগ করে কটাক্ষের শিকার হলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১৭:১৭
Share:

টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত।

বলিউডের তরুণ অভিনেতাদের মধ্যে অন্যতম টাইগার শ্রফ। তাঁর ‘সিক্স প্যাক’ বহু তরুণীর হৃদয়ে ঝড় তোলে। টাইগারের নাচের ভক্তও অসংখ্য। এত দিন মঞ্চ বা সিনেমার পর্দায় দেখা গিয়েছে টাইগারের পায়ের জাদু। এই মুহূর্তে তাঁকে কোনও ছবিতে দেখতে পাবেন না দর্শক। তবু তিনি রয়েছেন চর্চায়। নিজের পেশিবহুল সুঠাম শরীরের ভিডিয়ো ভাগ করে কটাক্ষের শিকার হতে হল টাইগারকে।

Advertisement

সবচেয়ে ফিট অভিনেতাদের একজন জ্যাকি-পুত্র। মঙ্গলবার, অভিনেতা ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাগ করেছেন, যেখানে তিনি তার সুঠাম দেহ প্রদর্শন করছেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, “অনেক ওজন কমিয়েছে। এ বার সময় ওজন বাড়ানোর।” অভিনেতার ভক্তরা তার পেশিবহুল শরীরের প্রশংসা করে ‘কামোদ্দীপ্ত’ তকমা দিয়েছেন। আবার কেউ কেউ তাঁকে এই শরীরের প্রদর্শনের জন্য কটাক্ষও করছেন।

টাইগার ভিডিয়োটি দু’টি কাটে পোস্ট করেছেন। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে শুধু প্যান্ট পরে পেশী প্রদর্শন করছেন তিনি। সে প্যান্টটি বেশ ঢিলেঢালা। দ্বিতীয় ভিডিয়োয় দেখা যাচ্ছে শুধুই অন্তর্বাস পরিহিত অভিনেতাকে। সেখানেও তাঁর মুখ্য প্রতিপাদ্য পেশীবাহুল্য।

Advertisement

এ দৃশ্য দেখেই এক অনুরাগী মন্তব্য করেছেন, “টাইগার ভাই প্যান্ট সামলে রাখ।” আরেকজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, “এতটা দেখানোর দরকার ছিল না।” আরও এক অনুরাগী বলেন, “ভাই প্যান্ট তো ঠিক করে পরে নাও।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement