Tiger Shroff

‘১০ তলা থেকে ঝাঁপ দিতে পারব সহজে,’ কিন্তু অন্য কোন ভয় তাড়া করে বেড়ায় টাইগারকে?

টাইগার বর্তমান প্রজন্মের অন্যতম সাহসী অভিনেতা। তবু অভিনেতার মনে কোন ভয় গেঁথে আছে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১৯:১২
Share:

টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত।

বলিউডের তরুণ অভিনেতাদের মধ্যে অন্যতম টাইগার। তাঁর ‘সিক্স প্যাক’ বহু তরুণীর হৃদয়ে ঝড় তোলে। টাইগারের নাচের ভক্ত অসংখ্য অনুরাগী। শুধু নাচ নয়, স্টান্টেও অসামান্য পারদর্শী। কখনও ঝাঁপ দেন ১০ তলা উঁচু বাড়ি থেকে, কখনও আবার সামারসল্ট করেন। পর্দায় তিনি অকুতোভয়। তবে টাইগারেরও নাকি মনে মনে বেশ ভয়। টাইগারের হৃদ্‌স্পন্দন বেড়ে যায় একটি বিশেষ কাজ করার সময়।

Advertisement

সাম্প্রতিক সাক্ষাৎকারে টাইগার খোলাখুলি ভাবে তার বিমানযাত্রার প্রতি ক্রমবর্ধমান ভয়ের কথা জানান। টাইগার বলেন, ‘‘সম্প্রতি আমার উড়ানের প্রতি এই ভয় তৈরি হয়েছে। কয়েক বছর আগে মাঝ-আকাশে বিমানে এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হই, তখন থেকে বিমানভীতির শুরু। অদ্ভুত ব্যাপার হল, আপনি আমাকে সবচেয়ে কঠিন স্টান্টটি করতে বলতে পারেন, গ্র্যান্ড হায়াতের ছাদ থেকে সুইমিং পুলে ঝাঁপ দিতে বলুন। আমি চিন্তা না করেই তা করতে পারি। কিন্তু বিমানে ওঠার ১০ দিন আগে, আমার বুক হঠাৎ কাঁপতে শুরু করে। আমার মাথা যেন মনকে নিয়ে খেলা করে তখন।’’ যদিও টাইগার জানান, তিনি থেরাপি নিচ্ছেন। চেষ্টা করছেন দ্রুত নিজেকে এই ভয় থেকে মুক্ত করতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement