Sayantika Banerjee

নিজের জন্য নয়, বাকি মহিলাদের কথা ভেবেই আমার প্রতিবাদ, অশালীন মন্তব্য প্রসঙ্গে সায়ন্তিকা

মানসিক দিক থেকে ‘অসুস্থ’ অনুরাগীর উপদ্রব চলছে দীর্ঘ দিন। আনন্দবাজার অনলাইনের কাছে সেই ধারাবাহিকতা নিয়ে মুখ খুললেন সায়ন্তিকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ মার্চ ২০২৩ ১৩:৩৩
Share:

সমাজমাধ্যমে অশালীন মন্তব্য প্রসঙ্গে কী বললেন সায়ন্তিকা? —ফাইল চিত্র।

সমাজমাধ্যমে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পোস্টে লাগাতার অশালীন পোস্ট জনৈক ব্যক্তির। অনুরাগীদের বিষয়টি জানাতে বুধবার রাতে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন অভিনেত্রী। ঠিক কবে থেকে শুরু হল এই উপদ্রব? নেপথ্য কারণ কী? এ রকমই কিছু প্রশ্ন নিয়ে আনন্দবাজার অনলাইনের তরফে সায়ন্তিকার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।

Advertisement

এর পিছনে কি কোনও রাজনৈতিক দলের মদত থাকতে পারে? সায়ন্তিকা বললেন, ‘‘অনেকেই সেটা ভাবছেন। আমার পরিচিতরাও ওই ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপের পরামর্শ দিয়েছেন। কিন্তু আমি ২০২১ সালে রাজনীতিতে আসি। তার কয়েক বছর আগে থেকেই এই ঘটনা চলছে।’’

অভিনেত্রী মানেই তাঁর জীবনের অনেকটাই জনসাধারণের সমক্ষে। ভালর পাশাপাশি আসে ‘নেতিবাচক’ প্রতিক্রিয়া। সেখানে হঠাৎ করে প্রতিবাদ কেন? সায়ন্তিকা বলছিলেন, ‘‘আমি জানি। সে জন্য আমি আমার টিমকে সমাজমাধ্যম থেকে কোনও খারাপ মন্তব্য মুছতে নিষেধ করি। কারণ মানুষকে শুধু নিজের ভাল দিকটা দেখাতে চাই না।’’ আসলে কয়েক দিনের ‘উপদ্রব’ নয়, শিলাদিত্য নামক ওই ব্যক্তি বিগত কয়েক বছর ধরেই সায়ন্তিকার পোস্ট করা সিংহভাগ ছবি এবং ভিডিয়োতে অশালীন মন্তব্য করছেন। অভিনেত্রী জানালেন, ‘‘কয়েক দিন আগে আমি প্রথমে ওকে কমেন্ট করে সতর্ক করি। কিন্তু শেষে দেখলাম ও আমার অনুরাগীদের আমার হয়ে উত্তর দিতে শুরু করেছে।’’ এই প্রসঙ্গেই অভিনেত্রীর সংযুক্তি, ‘‘তার পর যখন দেখলাম, আমার বাবার নাম নিয়ে অশালীন কথা বলতে শুরু করেছে, তখন আর নিজেকে ধরে রাখতে রাখতে পারিনি।’’

Advertisement

সায়ন্তিকা বৃহস্পতিবার পুলিশের সাইবার শাখায় অভিযোগ জানাবেন। কিন্তু বাঁকুড়ার বিধায়কের পাল্টা প্রশ্ন, ‘‘অভিযোগ করেও কি কোনও বদল আনা যাবে? মানসিক দিক থেকে যে অসুস্থ, তাকে থামানো মুশকিল। কিন্তু আমি মুখ খুললে জানি অন্য মহিলারাও হয়তো তাঁদের সঙ্গে ঘটা অন্যায়ের প্রতিবাদ করবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন