প্রেমে পড়েছেন টম ক্রুজ

তিনবার বিয়ে করেছেন। আর প্রেম? সে তো অজস্র! টম ক্রুজ নিজেও বোধহয় গুনতে পারবেন না তাঁর প্রেমিকার সংখ্যা। শোনা যাচ্ছে, ‘মিশন ইম্পসিবল সিক্স’-এর অভিনেত্রী ভেনাসা ক্রিবির সঙ্গে প্রেম করছেন টম।

Advertisement
শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ০০:৩৯
Share:

তিনবার বিয়ে করেছেন। আর প্রেম? সে তো অজস্র! টম ক্রুজ নিজেও বোধহয় গুনতে পারবেন না তাঁর প্রেমিকার সংখ্যা। শোনা যাচ্ছে, ‘মিশন ইম্পসিবল সিক্স’-এর অভিনেত্রী ভেনাসা ক্রিবির সঙ্গে প্রেম করছেন টম। এটা কি নিছক পাবলিসিটি স্টান্ট না কি সত্যিই প্রেমে মজেছেন টম, সেটা স্পষ্ট নয়। অভিনেতার ট্র্যাক রেকর্ড দেখলে অবশ্য প্রেমের খবর অস্বীকার করার কিছু নেই। মিমি রজার্স, নিকোল কিডম্যান, কেটি হোমসের সঙ্গে বিয়ে হয়েছিল টমের। তাঁর প্রেমিকার তালিকায় রয়েছে পেনেলোপ ক্রুজের নামও। ‘দ্য ক্রাউন’ টেলিভিশন সিরিজে ভেনেসার অভিনয় দেখেই তাঁকে ‘এমআই’ সিরিজে কাস্ট করেছেন টম। বোঝা যাচ্ছে, ভেনেসা সত্যিই তাঁকে মুগ্ধ করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement