Arjun Bijlani Hospitalised

হাতে স্যালাইনের চ্যানেল! হাসপাতালের বিছানায় শুয়ে অর্জুন, কী হয়েছে অভিনেতার?

হাসপাতালে ভর্তি অভিনেতা-সঞ্চালক অর্জুন বিজলানি। শুটিংয়ের সেটেই নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন অর্জুন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৩:২৫
Share:

(বাঁ দিকে) অর্জুন বিজলানি। হাতে স্যালাইনের চ্যানেল করা এই ছবিই ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন অভিনেতা। (ডান দিকে) ছবি: সংগৃহীত।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা তথা সঞ্চালক অর্জুন বিজলানি। শুক্রবার মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করানো হয়েছে অভিনেতাকে। সূত্রের খবর, বেশ কয়েক দিন ধরেই পেটে যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন তিনি। শুক্রবার ব্যথা সহ্যের সীমা ছাড়ায়। সেই সময় শুটিং করছিলেন অর্জুন। শুটিং সেট থেকেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয় অর্জুনকে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গিয়েছে, অ্যাপেনডিসাইটিস হয়েছে অভিনেতার। আগামী কাল অর্থাৎ রবিবার অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন অভিনেতা। শনিবার অর্জুন বলেন, ‘‘পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছি। আজ এক্স-রে হবে। আগামী কাল আমার অস্ত্রোপচার হবে।’’

Advertisement

অর্জুন এই মুহূর্তে ‘পেয়্যার কা প্যাহেলা অধ্যায়: শিব অধ্যায়’ শীর্ষক একটি ধারাবাহিকে অভিনয় করছেন। ডাঃ শিব কাশ্যপের চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। এই ধারাবাহিকের শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অর্জুন। পেটের যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিলেন। অর্জুনকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অর্জুনের শারীরিক অবস্থা বিচার করে চিকিৎসকেরা অভিনেতাকে হাসপাতালে ভর্তি নিয়ে নেন।

হাতে স্যালাইনের চ্যানেল করা। সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন অর্জুন। তার পরেই অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। ছবির নীচে অর্জুন লিখেছেন, ‘যা হয়, তা ভালর জন্যেই হয়।’’ তবে অর্জুন নাকি বার বার করে জানিয়েছেন যে, তাঁর জন্য যেন কেউ চিন্তিত হয়ে না পড়েন। তিনি একেবারে ঠিক আছেন। ব্যথাও নাকি আগের চেয়ে অনেকটাই কম। অস্ত্রোপচার হলেই যন্ত্রণা থেকে পুরোপুরি মুক্তি মিলবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন