বাড়াবাড়ি করলেই আপনাকে ব্লক করে দেবেন সানি লিওন!

সাবধান! বাড়াবাড়ি করলেই আপনাকে ব্লক করে দেবেন সানি লিওন। হ্যাঁ ঠিকই শুনছেন। সানিকে কেউ অশালীন বা কুরুচিকর কিছু পোস্ট করলেই সানি তাঁকে ‘ব্লক’ করে দেবেন। এ কথা নিজেই ট্যুইটারে জানিয়েছেন সানি লিওন। তিনি আরও জানান, “আমার ধারনা, ট্যুইটারে আমার ‘ব্লক লিস্ট’ সব চেয়ে লম্বা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৫ ১০:৪৪
Share:

সাবধান! বাড়াবাড়ি করলেই আপনাকে ব্লক করে দেবেন সানি লিওন। হ্যাঁ ঠিকই শুনছেন। সানিকে কেউ অশালীন বা কুরুচিকর কিছু পোস্ট করলেই সানি তাঁকে ‘ব্লক’ করে দেবেন। এ কথা নিজেই ট্যুইটারে জানিয়েছেন সানি লিওন। তিনি আরও জানান, “আমার ধারনা, ট্যুইটারে আমার ‘ব্লক লিস্ট’ সব চেয়ে লম্বা। ট্যুইটারে ‘ব্লক বাটন্’ থাকায় আমি খুব খুশি। যদি তুমি অশালীন বা কুরুচিকর কিছু পোস্ট কর, আমি তোমায় ‘ব্লক’ করব।”

Advertisement

তবে এই ধরনের সতর্কবার্তা শুধু সানি লিওনই নন, আরও অনেক সেলিব্রিটিকেই বলতে হয়েছে সোস্যাল মিডিয়ায় বা মিডিয়ার সামনে। যেমন, ঋষি কপূর অনেক আগেই তাঁর ট্যুইটার প্রফাইলে লিখে দেন, “রাষ্ট্র বিরোধী বা অশালীন পোস্ট করলেই ‘ব্লক’ করে দেবেন তিনি।”

তাই সেলিব্রিটিরা অনস্ক্রিন যাই করুন না কেন, সোস্যাল মিডিয়ায় তাঁদের উদ্দেশ্যে কিছু পোস্ট করার আগে একটু ভাবুন প্লিজ।

Advertisement

সলমনে মজে আছেন, বললেন সানি নিজেই!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement