এ বার ট্রোলড হলেন মিলিন্দ। ছবি: মিলিন্দ সোমানের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।
গত ৪ নভেম্বর নিজের ৫২ বছরের জন্মদিন সেলিব্রেট করেছেন মিলিন্দ সোমান। এখনও জন্মদিনের রেশ কাটেনি। প্রেমিকা অঙ্কিতা কোনওয়ারের সঙ্গে নরওয়েতে চুটিয়ে প্রেম ও ছুটি কাটাচ্ছেন ভারতের ‘আয়রনম্যান’। স্বভাববশতই মিলিন্দ নিজেদের ‘লাভি ডাভি’ ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। আর তাতেই হয়েছে যত গোল।
! !! )
! !! )
৫২ বছরের অভিনেতা-সুপারমডেলের বহুদিন ধরেই প্রেম ১৮ বছরের বিমানসেবিকা অঙ্কিতার সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি দেখেই, হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। টুইটারে অভিনেতার এমন ‘হরকত’কে ভ্রুকুটি করে ঝাঁঝালো মন্তব্য যেমন রয়েছে, তেমনই রয়েছে ‘বেশ করেছে’ মার্কা বক্তব্যও।
আরও পড়ুন, টুইঙ্কলের ‘আবেগাপ্লুত’ মন্তব্যের জবাব দিলেন মল্লিকা
আরও পড়ুন, গার্হস্থ্য হিংসার শিকার হয়েছিলেন ইনি!
কেউ বলেছেন, ‘‘... মোদী সরকারের বেটি পড়াও বেটি কো মিলিন্দ সোমানের হাত থেকে বাঁচাও অভিযানে নামা উচিত।’’ কারও মন্তব্য, ‘‘এটাই প্রথম নয়, এর আগেও ২০ বছরের ছোট এক মেয়ের প্রেমে পড়েছিলেন মিলিন্দ...’’।
তবে কেউ কেউ আবার অভিনেতার হয়েও গলা ফাটিয়েছেন। মিলিন্দ সোমানকে ট্রোল করতে গিয়ে রীতিমতো দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে টুইটার।' ' ' ' ’ अंकित जैन
তবে কেউ কেউ আবার অভিনেতার হয়েও গলা ফাটিয়েছেন। মিলিন্দ সোমানকে ট্রোল করতে গিয়ে রীতিমতো দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে টুইটার।' ' ' ' अंकित जैन
তবে কেউ কেউ আবার অভিনেতার হয়েও গলা ফাটিয়েছেন। মিলিন্দ সোমানকে ট্রোল করতে গিয়ে রীতিমতো দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে টুইটার।' ' ' ' ’ अंकित जैन
৫২ বছরের মিলিন্দের ফিটনেসের উদাহরণ টেনে সমালোচকদেরই সমালোচনা করেছেনকেউ কেউ। লিখেছেন, ‘‘তিনি ৫০ বছরের হলেও কিছু যায় আসে না। উনি মিলিন্দ সোমান, উনি হট। প্লিজ চুপ করুন আপনারা।’’ কারও মন্তব্য, ‘‘ডেমি মুর ও অ্যাস্টন কুচারের বেলায় দোষ নেই, মিলিন্দ ও অঙ্কিতার বেলায় সমস্যা...!’’
তবে মিলিন্দ সোমান এ সব সমালোচনায় পাত্তা দেওয়ার মানুষ নন। ফের অঙ্কিতার সঙ্গে নতুন একটি সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। হয়তো বোঝাতে চেয়েছেন প্রেমে পড়ার সত্যিই কোনও বয়স হয় না। 😂 _
😂 _
আপনি কী মনে করেন?