Prathama Kadambini

কাদম্বিনীকে ‘না’! 

২০১২-তে ‘প্রথমা কাদম্বিনী’র প্রস্তাব দিলেও,  নানা কারণে কাজ হয়নি। ২০১৯-এর শেষে চ্যানেলই যোগাযোগ করে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২০ ০০:০৫
Share:

প্রথমা কাদম্বিনী

জনপ্রিয় দু’টি বাংলা চ্যানেলের লড়াই এখন কাদম্বিনীকে নিয়ে। কিন্তু একটা সময়ে এই ধারাবাহিক করতে গররাজি ছিল দু’টি চ্যানেলই। ‘প্রথমা কাদম্বিনী’র লেখক শর্বরী ঘোষাল বললেন, ‘‘কাদম্বিনীকে নিয়ে ধারাবাহিক করতে প্রথম দিকে কেউই আগ্রহী ছিল না। ২০১২-তে ‘প্রথমা কাদম্বিনী’র প্রস্তাব দিলেও, নানা কারণে কাজ হয়নি। ২০১৯-এর শেষে চ্যানেলই যোগাযোগ করে।’’ হঠাৎ কাদম্বিনী নিয়ে ধারাবাহিকের কথা ভাবলেন কেন? ‘‘আনন্দবাজার পত্রিকায় একটি লেখা পড়ে, ধারাবাহিক করার ইচ্ছে নিয়ে কাদম্বিনীর প্রপৌত্র রাজীব গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়ে আলাপ হয় গবেষক বরুণ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তখন থেকে কাজ শুরু করি।’’ বরুণ বললেন, ‘‘নির্ভরযোগ্য তথ্যের অভাবেই প্রথমে চ্যানেল রাজি হয়নি। কয়েক বছর পরে অন্য চ্যানেলের সঙ্গে যোগাযোগ হলে, একই কারণে তারাও পিছিয়ে যায়। যদিও এখন ওই চ্যানেলও ‘কাদম্বিনী’-কে পর্দায় এনেছে। কিন্তু যথেষ্ট তথ্য জড়ো করার পর আগের চ্যানেল রাজি হতেই শুরু হয় ‘প্রথমা কাদম্বিনী’।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন