দ্বন্দ্বের জেরে বন্ধ ছবি

‘ইনশাল্লাহ’ স্থগিত। তবে আগামী ইদে সলমন ও অক্ষয় দু’জনেই আসবেনভন্সালী বিষয়টা পাকা করে ফেলেন সলমনকে না জানিয়েই। এতেই চটেছেন অভিনেতা। তা ছাড়া, সলমনের পারিশ্রমিক সাধারণত ছবির বাজেটের থেকে আলাদা করে ধরা থাকে। যার মধ্যে ছবির ডিজিটাল স্বত্ব এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রির অংশও থাকে। ‘ইনশাল্লাহ’ ভন্সালীর বাকি ছবিগুলোর মতো ‘বিগ স্কেল’ না হওয়ায় সেই অনুযায়ী সলমনের লভ্যাংশ কমে যাওয়ার সম্ভাবনা ছিল এ ক্ষেত্রে।

Advertisement

দীক্ষা দত্ত

মুম্বই শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৯ ০০:০১
Share:

সলমন, সঞ্জয় ও অক্ষয়

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল সলমন খানের ‘ইনশাল্লাহ’। এবং সেই সুযোগের সদ্ব্যবহার করলেন অক্ষয়কুমার। ইদে আসবে ‘লক্ষ্মী বম্ব’। এ দিকে সঞ্জয় লীলা ভন্সালীর ছবির বদলে মুক্তি পেতে পারে সলমনের ‘কিক টু’।

Advertisement

ভন্সালী-সলমনের হেভিওয়েট ছবিতে লগ্নি করতে প্রথম থেকেই রাজি হচ্ছিল না কোনও স্টুডিয়ো। একই সঙ্গে ছবির বাজেট কমানো নিয়ে সলমনের মনে ক্ষোভ জমছিল। ভন্সালী-সলমন বিবাদ চরমে পৌঁছয় রবিবার। ‘দবং থ্রি’র শুটিং সেরে সদ্য জয়পুর থেকে ফিরেছিলেন সলমন। ভন্সালী ‘ইনশাল্লাহ’র বাজেট সংক্রান্ত কী কী সিদ্ধান্ত নিয়েছেন, সে ব্যাপারে অন্ধকারেই ছিলেন ভাইজান। অনেকের কাছেই প্রত্যাখ্যাত হওয়ার পর এক প্রযোজক ১৯০ কোটি টাকা দিয়ে ‘ইনশাল্লাহ’র স্বত্ব কিনতে রাজি হয়েছিলেন। এবং ভন্সালী বিষয়টা পাকা করে ফেলেন সলমনকে না জানিয়েই। এতেই চটেছেন অভিনেতা। তা ছাড়া, সলমনের পারিশ্রমিক সাধারণত ছবির বাজেটের থেকে আলাদা করে ধরা থাকে। যার মধ্যে ছবির ডিজিটাল স্বত্ব এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রির অংশও থাকে। ‘ইনশাল্লাহ’ ভন্সালীর বাকি ছবিগুলোর মতো ‘বিগ স্কেল’ না হওয়ায় সেই অনুযায়ী সলমনের লভ্যাংশ কমে যাওয়ার সম্ভাবনা ছিল এ ক্ষেত্রে।

ভন্সালীর সঙ্গে সলমনের বিবাদের আরও একটা কারণ হল, সলমন চেয়েছিলেন এই ছবিতে তাঁর পোশাক ডিজ়াইনের দায়িত্ব নিক তাঁর ঘনিষ্ঠ অ্যাশলে রেবেলো এবং বোন অালভিরা। সেটা একেবারেই মেনে নেননি সঞ্জয়। দু’জনেই নিজেদের দাবিতে অনড় থাকায় এখন ছবির ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠেছে। যদিও নির্মাতাদের তরফে বলা হচ্ছে, শুটিং পিছিয়েছে মাত্র, বন্ধ হয়নি। তবে ভিতরের খবর, ছবিটা আদৌ হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। সলমনের ঘনিষ্ঠরাও তাঁকে ক্রমাগত বলে চলেছেন, ইদে অ্যাকশন-ড্রামা ছাড়া সলমনের ছবি কতটা গ্রহণ করবেন তাঁর ভক্তরা, সন্দেহ রয়েছে। কারণ, ‘ইনশাল্লাহ’র গল্প অসমবয়সি প্রেম ও তার পরিণতি নিয়ে। আবার এ-ও শোনা গিয়েছে, সঞ্জয় নাকি এখনও পুরো স্ক্রিপ্ট শোনাননি সলমনকে।

Advertisement

এই ঝামেলার সুযোগ নিয়েছেন অক্ষয়কুমার। ‘সূর্যবংশী’র রিলিজ় পিছোনো নিয়ে রোহিত শেট্টির সঙ্গে ঝামেলার পরে তাঁর অন্য ছবি ‘লক্ষ্মী বম্ব’-এর রিলিজ় ডেট এগিয়ে আনলেন। এ দিকে সলমন জানিয়েছেন, ‘ইনশাল্লাহ’ না এলেও আসতে পারে ‘কিক টু’। টুইটে ইঙ্গিতও দিয়েছেন নিজেই। টক্কর যাঁদেরই হোক, দর্শকের ইদ যে জমে যাবে, তা নিয়ে সন্দেহ নেই!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন