Entertainment news

প্রকাশ্যে এল ‘জুড়ওয়া টু’-এর ফার্স্ট লুক

সামনে এল ‘জুড়ওয়া টু’ ছবির ফার্স্ট লুক। সলমন অভিনীত সুপারহিট ‘জুড়ওয়া’ ছবির সিক্যুয়েল নিয়ে আসছেন বরুণ ধবন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:০৬
Share:

সামনে এল ‘জুড়ওয়া টু’ ছবির ফার্স্ট লুক। সলমন অভিনীত সুপারহিট ‘জুড়ওয়া’ ছবির সিক্যুয়েল নিয়ে আসছেন বরুণ ধবন। এই ছবি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। এ বার সামনে এল ‘জুড়ওয়া টু’-এর প্রথম পোস্টার।

Advertisement

বরুণ নিজেই টুইটারে তাঁর আসন্ন ছবির পোস্টার টুইট করলেন। পোস্টারে দেখা যাচ্ছে বরুণের দু’টি ‘লুক’ রয়েছে। ‘জুড়ওয়া টু’তে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন তিনি। যে চরিত্র দু’টির নাম ‘রাজা’ এবং ‘প্রেম’। এমনই ইঙ্গিত মিলেছে বরুণের পোস্টের নীচে থাকা ক্যাপশন থেকে।

নায়িকা হিসেবে থাকছেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং তাপসী পান্নু। এ ছাড়া ছবিতে বিশেষ উপস্থিতি থাকবে ‘জুড়ওয়া’ ছবির নায়ক সলমন খান এবং করিশ্মা কপূরের। ছবি মুক্তি পাবে আগামী ২৯ সেপ্টেম্বর। খুব তাড়াতাড়ি এই ছবির শুটিং শুরু হবে বলেও জানা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন: মুসলমানদের আপত্তিকর ভাবে দেখানো হয়েছে, পাকিস্তানে তাই বন্ধ ‘রইস’

‘জুড়ওয়া টু’ ছবির ফার্স্ট লুক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement