Jeetendra

জ়রীন খানের স্মরণসভায় বড় দুর্ঘটনার মুখে জীতেন্দ্র! কী ঘটল বর্ষীয়ান অভিনেতার সঙ্গে?

দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তবু তো ছিলেন! অভিনেতা জ়ায়েদ খান, সুজ়ান খানের মা জ়রীন খান ৭ নভেম্বর ৮১ বছর বয়সে প্রয়াত। এই স্মরণসভায় এসেই দুর্ঘটনার সম্মুখীন জীতেন্দ্র।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৮:৫৭
Share:

জ়রীনের স্মরণসভায় কী ঘটল জীতেন্দ্রের? ছবি: সংগৃহীত।

সোমবার, প্রয়াত জ়রীন খানের স্মরণসভার আয়োজন করেছিল তাঁর পরিবার। সেই সভায় গিয়েছিলেন অভিনেতা জীতেন্দ্র। সেখানেই বড় দুর্ঘটনার সম্মুখীন অভিনেতা। গাড়ি থেকে নেমে স্মরণসভার দিকেই যাচ্ছিলেন তিনি। খেয়াল করেননি সামনে সিঁড়ি রয়েছে। হোঁচট খেয়ে পড়ে গেলেন বর্ষীয়ান অভিনেতা। চারিদিক থেকে সঙ্গে সঙ্গে ছুটে আসেন সকলে। সেই মুহূর্তে খুবই অপ্রস্তুত হয়ে পড়েন অভিনেতা।

Advertisement

ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে জীতেন্দ্রর এই ভিডিয়ো, যা দেখে রীতিমতো উদ্বিগ্ন অনুরাগীরা। চিন্তাপ্রকাশ করেছেন অনেকেই। প্রশ্ন করেছেন, কোথাও ব্যথা লাগেনি তো বর্ষীয়ান অভিনেতার? যদিও অভিনেতার মুখ দেখে অনেকেরই ধারণা, বড় কিছু ঘটেনি। ঠিক আছেন জীতেন্দ্র। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়িয়ে পড়েন অভিনেতা।

স্মরণসভায় উপস্থিত হয়েছিলেন বলিপাড়ার অনেকেই। এরই মধ্যে মেয়ে সুজ়ান খানের পোশাক নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। এ দিন কাশ্মীরি কাজের শাড়ি পরে স্মরণসভায় আসেন সুজ়ান। লালপাড় শাড়িতে তাঁকে দেখে খুবই বিরক্ত হয়েছে দর্শকের একাংশ। যদিও কাউকে কোনও উত্তর দেননি সুজ়ান। তিন দিন আগের ঘটনা। মা-কে হারিয়েছেন সুজ়ান খান, জ়ায়েদ খান। মা জ়রীন খানের প্রয়াণের পর ভেঙে পড়েছিলেন সুজ়ান। অসময়ে পাশে দাঁড়িয়েছিলেন প্রাক্তন স্বামী হৃতিক রোশন। সঙ্গে ছিলেন হৃতিকের প্রেমিকা সাবা আজ়াদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement