Annu Kapoor Hospitalized

গুরুতর অসুস্থ অভিনেতা অন্নু কপূর, দিল্লির হাসপাতালে চলছে চিকিৎসা

বৃহস্পতিবার সকাল ৭টায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হল অন্নু কপূরকে। এখন কেমন আছেন তিনি?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ২২:১২
Share:

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অন্নু কপূর। ফাইল চিত্র।

আচমকাই অসুস্থ বলিউডের প্রবীণ অভিনেতা অন্নু কপূর। বৃহস্পতিবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে অভিনেতাকে। পরিবার সূত্রে খবর, হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন অভিনেতা।

Advertisement

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, এখন অনেকটাই সুস্থ রয়েছেন অভিনেতা৷ বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। আপাতত কিছু দিন হাসপাতালেই রাখা হবে তাঁকে।

হিন্দি বড় পর্দার জনপ্রিয় অভিনেতা অন্নু ৷ ওয়েব সিরিজ় থেকে বড় পর্দায় তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শক। ‘মিস্টার ইন্ডিয়া’ থেকে ‘জলি এল এল বি ২’-সহ একাধিক ছবি তাঁর ঝুলিতে। ‘ভিকি ডোনর’ ছবির জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হন অন্নু । এর পর ‘ড্রিম গার্ল ২’ ছবিতে দর্শক অন্নুকে দেখবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement