প্রয়াত সঙ্গীত পরিচালক রবীন্দ্র জৈন

প্রয়াত হলেন সঙ্গীত পরিচালক রবীন্দ্র জৈন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। মূত্রনালীর সংক্রমণের কারণে বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। দিন কয়েক আগেই গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৫ ১৭:১৫
Share:

প্রয়াত হলেন সঙ্গীত পরিচালক রবীন্দ্র জৈন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। মূত্রনালীর সংক্রমণের কারণে বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। দিন কয়েক আগেই গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় ভেন্টিলেশনে চলে যান তিনি। শুক্রবার তাঁর প্রয়াণ হয়।

Advertisement

৭০-এর দশকে ‘চোর মাচায়ে শোর’, ‘গীত গাতা চল’, ‘চিতচোর’-এর মতো বিখ্যাত ছবিতে রবীন্দ্রর সুরে মেতেছিল গোটা বলিউড। রাজ কপূর তাঁকে প্রথম সুযোগ দিয়েছিলেন। ‘রাম তেরি গঙ্গা মইলি’, ‘দো জাসুস’-এ তাঁর সুর চিরকাল মনে রাখবে সঙ্গীতপ্রেমী মানুষ। ৮০ এবং ৯০-এর দশকে বেশ কিছু টেলিভিশন সিরিজেও সুর দিয়েছেন তিনি। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছে গোটা বলিউড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement