Vijay Deverakonda

তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হলেন বিজয় দেবরকোন্ডা, ছবি মুক্তির আগেই অঘটন!

সামনেই তাঁর আসন্ন ছবি ‘কিংডম’ এর মুক্তি। তার আগে হাসপাতালে ভর্তি হলেন বিজয়। আচমকা কী এমন হল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১১:৫১
Share:

অসুস্থ বিজয় দেবরকোন্ডা। ছবি: সংগৃহীত।

বড় পর্দায় তাঁর উগ্র পৌরুষ রূপ ছবির সাফল্যের কারণ । অর্জুন রেড্ডির চরিত্রে দর্শক এখনও তাঁকে মনে রেখেছেন। দক্ষিণী ছবির একমাত্র জনপ্রিয় নায়ক বিজয় দেবরকোন্ডা বালিউডে ছবি করেছেন। তাও ব্যর্থ। কিন্তু দেশ জুড়ে তাঁর জনপ্রিয়তা কম নয়। সামনেই তাঁর আসন্ন ছবি ‘কিংডম’ এর মুক্তি। তার আগে হাসপাতালে ভর্তি হলেন বিজয়। ডেঙ্গুতে আক্রান্ত অভিনেতা।

Advertisement

শোনা যাচ্ছে দিন দুয়েক আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি। শারীরিক ভাবে দুর্বল। সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী ২০ জুলাই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন দক্ষিণী তারকা। দিন কয়েক ধরেই বিজয় ব্যস্ত ছিলেন তাঁর ‘কিংডম’ ছবির প্রচারে। বিপুল বাজেটে তৈরি এই ছবি নিয়ে অপেক্ষায় বিজয় অনুরাগীরা।স্বাধীনতা উত্তর পর্বে সিংহল-তামিল সংঘাতের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। যে ছবিতে শরণার্থী সংকট দেখানো হবে। ৩০ মে মুক্তি পাওয়ার কথা ছিল বিজয়ের এই ছবিটি। কিন্তু এপ্রিল মাসে পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর ভারত-পাকিস্তান দুদেশের মধ্যে যে চাপানউতর চলছিল সেই কারণে ছবি মুক্তি স্থগিত রাখা হয়। এ বার নতুন দিনক্ষণ স্থির হয়েছে। আগামী ৩১ জুলাই মুক্তি পাচ্ছে এই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement