Vijay Deverakonda

বিজয়-রশ্মিকা সম্পর্কে দূরত্ব? জীবনসঙ্গী প্রসঙ্গে প্রশ্ন করতেই ‘অদ্ভুত’ উত্তর দিলেন ‘অর্জুন রেড্ডি’

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেমের প্রসঙ্গ উঠতেই একেবারে উল্টো সুরে কথা বললেন বিজয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ১৬:০৭
Share:

বিজয়-রশ্মিকার সম্পর্কে দূরত্ব? ছবি: সংগৃহীত।

বহু দিন ধরেই জল্পনা, প্রেম করছেন বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। বলা ভাল, বিনোদন জগতে এটি ‘ওপেন সিক্রেট’। নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও আকার-ইঙ্গিতে দু’জনেই বুঝিয়ে দিয়েছেন, সম্পর্কে রয়েছেন। যুগলের রসায়নেও মুগ্ধ অনুরাগীরা। তাই এই তারকা যুগল কবে বিয়ে করছেন, তা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেমের প্রসঙ্গ উঠতেই একেবারে উল্টো সুরে কথা বললেন বিজয়।

Advertisement

সাক্ষাৎকারে বিজয়কে প্রশ্ন করা হয়েছিল, জীবনসঙ্গীর মধ্যে কী কী গুণ দেখতে চান? প্রশ্নের উত্তরে দু’বার না ভেবেই দক্ষিণী তারকা সটান বলে দেন, “আমি এই মুহূর্তে জীবনসঙ্গীর খোঁজ করছি না।” তবে পরের প্রশ্ন শুনে কিছুটা সুর নরম করলেও সরাসরি কোনও উত্তর দেননি বিজয়।

বিজয়কে জিজ্ঞাসা করা হয়, রশ্মিকার মতো মানুষই কি আপনার জীবনে সবচেয়ে উপযুক্ত? বিজয় উত্তর দেন, “যে কোনও ভাল মনের ভাল মহিলাই উপযুক্ত।” তবে এই প্রথম নয়। এর আগেও রশ্মিকার কথা জানতে চাইলে এই ভাবেই এড়িয়ে গিয়েছেন তিনি। কিন্তু বিজয়ের প্রসঙ্গ উঠলেই রশ্মিকার মুখের হাসি ও অভিব্যক্তিই স্পষ্ট করে দেয় অনেক কিছু।

Advertisement

কিছু দিন আগে জন্মদিন উদ্‌যাপন করতে ওমানে গিয়েছিলেন রশ্মিকা। সমুদ্রসৈকত থেকে ছবি ভাগ করে নিয়েছিলেন তিনি। একই জায়গা থেকে একই সময় ছবি ভাগ করে নিয়েছিলেন বিজয়ও। তাই তাঁরা যে একসঙ্গেই গিয়েছিলেন তা অনুমেয়। কিন্তু হঠাৎ বিজয় জীবনসঙ্গীর প্রসঙ্গ সম্পূর্ণ এড়িয়ে যাওয়ায় প্রমাদ গুনছেন তারকা যুগলের অনুরাগীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement