বিক্রম, দেবলীনার খুনসুটি। ছবি: সংগৃহীত।
পরনে লালপাড় সাদা শাড়ি, সঙ্গে মানাইসই গয়না। মাথায় জুঁই ফুলের খোঁপা। কপালে বড় লাল টিপ। ইস্কনের মন্দিরে ঠিক এই সাজেই হাজির হয়েছিলেন অভিনেত্রী দেবলীনা কুমার। নায়িকার সঙ্গী হয়েছিলেন সহ-অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। লাল টুকটুকে পাঞ্জাবি আর ধুতিতে সেজেছিলেন তিনি। দু’জনে একসঙ্গে ইস্কনে আরতিও করলেন। জুনের প্রথম সপ্তাহেই মুক্তি পাবে ‘রাস’। যে ছবিতে বিক্রম এবং দেবলীনাকে জুটিতে দেখবেন দর্শক। ছবির জন্য প্রার্থনা করতেই ইস্কন মন্দিরে গিয়েছিলেন বিক্রম এবং দেবলীনা। সেই মন্দিরেই তাঁদের গলায় পরিয়ে দেওয়া হল লাল-হলুদ গোলাপের মালা।
নতুন ছবিতে বিক্রম এবং দেবলীনার সমীকরণ নিয়ে দর্শকমনে বিস্তর কৌতূহল তৈরি হয়েছে। সেই সমীকরণ ধরা পড়ল আনন্দবাজার ডট কমের আড্ডায়। ইস্কনের মন্দিরে সেই ঝলকই মিলল।
মালাবদল করতে গিয়ে কী কাণ্ড! ইস্কন মন্দিরের পুরোহিত বিক্রমকে ইঙ্গিত করেছিলেন দেবলীনার গলায় লাল-হলুদ গোলাপের মালা পরিয়ে দেওয়ার জন্য। কিন্তু কোনও ভাবেই নায়িকার গলায় মালা পরাতে রাজি হলেন না নায়ক। কেন? সেই পরিস্থিতিতেই বোঝা গেল তাঁদের মধ্যে বন্ধুত্বটা ভাল জমেছে। বিক্রম বললেন, “অন্যের বৌকে মালা পরাতে আমি চাই না।” নায়কের কথা শুনেই হেসে উঠলেন অভিনেত্রী। দেবলীনা অবশ্য মালা পরতে ভালবাসেন। অভিনেত্রী বললেন, “নিজের বিয়েতেও আমি মালা পরে বেশ মজা পেয়েছিলাম। আমার তো মনে হয় বিক্রমদার বিয়েতে আমিও মালা পরে বসে থাকব।”
যদিও দেবলীনাকে সেই সুযোগ দেবেন না বলেই দাবি নায়কের। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘রাস’ নিয়ে দর্শকমনে বিপুল কৌতূহল। এই ছবি মুক্তি পাচ্ছে ৬ জুন।