ফিরছেন বিক্রম

বেশ কিছু দিনের বিরতি কাটিয়ে ফের ইন্ডাস্ট্রিতে প্রত্যাবর্তন করতে চলেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। শেষ বার তাঁকে দেখা গিয়েছিল ‘মেঘনাদবধ রহস্য’তে। এ বার তিনি শুরু করতে চলেছেন রাজর্ষি দে-র আগামী ছবি ‘শুভ নববর্ষ’। একে অবশ্য প্রত্যাবর্তন হিসেবে মানতে নারাজ বিক্রম।

Advertisement
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৮ ০০:০৬
Share:

বিক্রম

বেশ কিছু দিনের বিরতি কাটিয়ে ফের ইন্ডাস্ট্রিতে প্রত্যাবর্তন করতে চলেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। শেষ বার তাঁকে দেখা গিয়েছিল ‘মেঘনাদবধ রহস্য’তে। এ বার তিনি শুরু করতে চলেছেন রাজর্ষি দে-র আগামী ছবি ‘শুভ নববর্ষ’। একে অবশ্য প্রত্যাবর্তন হিসেবে মানতে নারাজ বিক্রম। তিনি জানালেন, ‘‘পরদা থেকে তো দশ মাসই দূরে রয়েছি। এই স্বল্প সময়ের বিরতিকে প্রত্যাবর্তন হিসেবে আমি দেখছি না।’’ তবে নিজের চরিত্র নিয়ে বেশ আত্মবিশ্বাসী বিক্রম। ছবিতে তাঁর নাম ভিকি। সে কলকাতা ছেড়ে তাইল্যান্ডে গাইড হিসেবে কাজ করে। পরিচালক জানালেন, ‘‘এত দিন বিক্রম যে ধরনের চরিত্রে অভিনয় করেছে, তার মধ্যে সবচেয়ে শক্ত ও চ্যালেঞ্জিং এই চরিত্রটা। ছবির বিষয়ও একটু অন্য রকম।’’ প্রসঙ্গত, নারী ক্ষমতায়নের গল্প দেখা যাবে এই ছবিতে। সেখানে চার বন্ধুর জীবনের সমস্যা কাটিয়ে নতুন রূপে আত্মপ্রকাশকে তুলে ধরেছেন পরিচালক। চার বন্ধুর ভূমিকায় অভিনয় করছেন অর্পিতা চট্টোপাধ্যায়, রাইমা সেন, তনুশ্রী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী। ছবিতে তাঁদের স্বামীর ভূমিকায় রয়েছেন যথাক্রমে কৌশিক সেন, চন্দন সেন, ব্রাত্য বসু এবং কমলেশ্বর মুখোপাধ্যায়। ছবির শ্যুটিং শুরু হচ্ছে চলতি মাসের দশ তারিখ থেকে। শ্যুটিং হবে কলকাতা এবং তাইল্যান্ডে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement