বিনোদের অবস্থা আয়ত্তে

বৃহস্পতিবার সকালে অনলাইনে ছবি সমেত খবরটি প্রকাশ পাওয়ার পর থেকেই দ্রুত গুজব ছড়াতে থাকে। মুম্বইয়ের একটা হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি আছেন বিনোদ খন্না। তিনি নাকি ব্লাডার ক্যানসারে আক্রান্ত।

Advertisement
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৭ ০০:০০
Share:

বৃহস্পতিবার সকালে অনলাইনে ছবি সমেত খবরটি প্রকাশ পাওয়ার পর থেকেই দ্রুত গুজব ছড়াতে থাকে। মুম্বইয়ের একটা হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি আছেন বিনোদ খন্না। তিনি নাকি ব্লাডার ক্যানসারে আক্রান্ত।

Advertisement

ছবিতে দেখা যাচ্ছে, অত্যন্ত ভগ্ন, ফ্যাকাশে চেহারার এক বৃদ্ধকে। যাঁকে বিনোদ খন্না বলে চেনাও দুষ্কর। কিন্তু এ ছবিই মুহূর্তের মধ্যে ‘ভাইরাল’। বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে তাঁর দ্রুত আরোগ্যের কামনা করে অসংখ্য পোস্টিং আসতে শুরু করে। বিনোদের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রবল ‘ডিহাইড্রেশন’-এর কারণে শুক্রবার রাতে তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বিনোদ-পুত্র রাহুল এ খবর জানিয়ে সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘বাবার শারীরিক অবস্থা দ্রুত আয়ত্তে আনা গিয়েছে। তিনি এখন আগের চেয়ে অনেক ভাল আছেন। চিকি‌ৎসকরা তাঁকে হাসপাতাল থেকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন।’’ রাহুল হাসপাতালের পরিষেবার প্রভূত প্রশংসা করেছেন। তবে পরিবার বা হাসপাতাল কোনও তরফ থেকেই তাঁর ক্যানসার নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Advertisement

বিনোদ খন্নার সেই ভাইরাল ছবি

সত্তর বছর বয়সি বিনোদ প্রথম ছবির জগতে আসেন ১৯৬৮ সালে। মাঝে ওশোর শিষ্যত্ব গ্রহণ করে পাঁচ বছর তিনি ছিলেন ছবির জগতের বাইরে। এর পর কাজ করেছেন টানা। অভিনয় করেছেন ছোট পরদাতেও। ’৯৭ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন