এয়ারপোর্টে একসঙ্গে বিরাট-অনুষ্কা, কোথায় যাচ্ছেন?

কিছু দিন আগেই লেডি লভ-কে সারপ্রাইজ দিতে শুটিং স্পটে পৌঁছে অনুষ্কাকে চমকে দিয়েছিলেন বিরাট। সংবাদ সংস্থা সূত্রে খবর, চণ্ডীগড়ের বারাদরি প্যালেসে যখন ‘ফিলাউরি’-র শুটিং চলছে সেই সময় নাকি হঠাৎই শুটিং স্পটে আসেন বিরাট

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুন ২০১৬ ১৬:৪৬
Share:

কিছু দিন আগেই লেডি লভ-কে সারপ্রাইজ দিতে শুটিং স্পটে পৌঁছে অনুষ্কাকে চমকে দিয়েছিলেন বিরাট। সংবাদ সংস্থা সূত্রে খবর, চণ্ডীগড়ের বারাদরি প্যালেসে যখন ‘ফিলাউরি’-র শুটিং চলছে সেই সময় নাকি হঠাৎই শুটিং স্পটে আসেন বিরাট। আর স্বাভাবিক ভাবেই প্রেমিককে আচমকা দেখে খুশ হয়ে যান নায়িকাও। পরে ওই প্যালেসের ছাদে তোলা বিরাটের একটি সেলফি সোশ্যাল মিডিয়ায় দেখে এ ব্যাপারে আরও নিশ্চিত হয় বি-টাউন।

Advertisement

এ বার ফের একসঙ্গে বিরুষ্কা। বুধবার চণ্ডীগড় এয়ারপোর্টে তাঁদের একসঙ্গে চেক-ইন করতে দেখা যায়। তা হলে কি সত্যিই শুটিং টাইমে হাবিকে কোম্পানি দিতে চণ্ডীগড় গিয়েছিলেন বিরাট?

আরও পড়ুন: অনুষ্কাকে সারপ্রাইজ দিতে শুটিং স্পটে বিরাট!

Advertisement

এয়ারপোর্টে একসঙ্গে বিরাট-অনুষ্কা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement