Dhurandhar

‘জানি, এমন ছবি বানানো কতটা কঠিন’, বিবেক অগ্নিহোত্রী কি ‘ধুরন্ধর’-এর সঙ্গে যোগ খুঁজে পাচ্ছেন?

বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’-কে ‘প্রোপাগান্ডা’ ছবির তকমা দেওয়া হয়েছিল। আদিত্য ধরের ছবিকেও নেটাগরিকের অনেকে ‘পদ্মশিবিরের প্রোপাগান্ডা’ বলে দাবি করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৬
Share:

রণবীরের ‘ধুরন্ধর’ নিয়ে মন্তব্য বিবেকের। ছবি: সংগৃহীত।

বক্স অফিসে ঝড় তুলেছে ‘ধুরন্ধর’। জানা গিয়েছে, মাত্র চার দিনে ১৩০.৮০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে আদিত্য ধরের ছবি। তবে ছবি নিয়ে বিতর্কও হচ্ছে বিস্তর। পাকিস্তান থেকেও উঠছে নানা রকমের অভিযোগ। এর মধ্যেই ‘ধুরন্ধর’ নিয়ে মন্তব্য করলেন বিবেক অগ্নিহোত্রী।

Advertisement

বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’-কে ‘প্রোপাগান্ডা’ ছবির তকমা দেওয়া হয়েছিল। আদিত্য ধরের ছবিকেও নেটাগরিকের অনেকে ‘পদ্মশিবিরের প্রোপাগান্ডা’ বলে দাবি করেছেন। তাই বিবেক এ বার পরিচালক আদিত্যকে বিশেষ পরামর্শ দিয়েছেন। সমালোচকদের গুরুত্ব না দিয়ে উদ্‌যাপন করতে বলেছেন তিনি। বিবেক সমাজমাধ্যমে লিখেছেন, “অসাধারণ! আদিত্য ও রণবীর, সমালোচকদের কথা ভুলে যাও। আমি জানি, সামাজিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারে, এমন ছবি তৈরি করা কতটা কঠিন। তার বদলে বরং ছবির উদ্‌যাপন করো। আমি ফিরে এসে ছবিটা দেখতে যাব। শুভেচ্ছা।”

ছবিতে পাকিস্তানের লিয়ারিতে গ্যাংস্টারদের মধ্যে দ্বন্দ্বের ঘটনা রয়েছে। তা ছাড়া, বালোচদের সঙ্গে আইএসআই-এর বোঝাপড়াও দেখানো হয়েছে। উঠে এসেছে মুম্বই বিস্ফোরণের ঘটনাও। তবে পাকিস্তান থেকে নানা রকমের অভিযোগ এসেছে ছবিটি নিয়ে। পাকিস্তান পিপল্‌স পার্টি দাবি করেছে, এই ছবিতে তাদের দলকে নেচিবাচক ভাবে তুলে ধরা হয়েছে। বাস্তবে পিপিপি কখনও সন্ত্রাসবাদকে সমর্থন করেনি।

Advertisement

আবার বালোচ প্রদেশের এক বিশিষ্ট মানবাধিকার কর্মীও দাবি করেছেন, আইএসআই-এর সঙ্গে কোনও যোগ ছিল না বালোচদের। তাঁরা কখনওই ভারতের ক্ষতিও করতে চাননি।

ছবিতে রণবীর সিংহ, অক্ষয় খন্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন ও সারা অর্জুন অভিনয় করেছেন। এই ছবির দ্বিতীয় অর্ধ মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের ১৯ মার্চে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement