Vivek Oberoi

পাকিস্তান থেকে বার্তা আসে, ‘উড়িয়ে দেব’! ভয় শিঁটিয়ে গিয়ে কী করেছিলেন বিবেক ওবেরয়?

পাকিস্তান থেকে ফোন করে বলা হয়েছিল, প্রাণে মেরে ফেলা হবে। ঠিক কী হয়েছিল? জানালেন বিবেক ওবেরয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ২০:৩৯
Share:

পাকিস্তান থেকে হুমকিবার্তা পেয়েছিলেন বিবেক। ছবি: সংগৃহীত।

পাকিস্তান থেকে হুমকিবার্তা পেয়ে সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। বলা হয়েছিল, প্রাণে মেরে ফেলা হবে। ঠিক কী হয়েছিল? জানালেন অভিনেতা বিবেক ওবেরয়।

Advertisement

২১ নভেম্বর মুক্তি পাচ্ছে বিবেকের ছবি ‘মস্তি ৪’। সেই ছবির প্রচার নিয়ে ব্যস্ত তিনি। এর মধ্যেই এক সাক্ষাৎকারে এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান বিবেক। সেই সময় আমেরিকায় ‘কুরবান’ ছবির শুটিং করছিলেন তিনি। তখনই পাকিস্তান থেকে হুমকিবার্তা আসে তাঁর কাছে। সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষকে জানান তিনি। তাঁরা স্থানীয় পুলিশের কাছে অভিযোগ জানাতে বলেন। পুলিশ তদন্ত শুরু করে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে।

পুলিশের প্রশ্নের মুখে সেই দিন বিবেক বলেছিলেন, “আমি কিছুই জানি না। আমি এখানে এসেছি। আর ওরা ফোন করে বলছে, ‘আমরা জানি, তুমি এখানে আছ। তোমায় খতম করে দেব। উড়িয়ে দেব তোমাকে।’” যে নম্বর থেকে হুমকিবার্তা এসেছিল, সেটি পাকিস্তানের, তদন্তে জানতে পারে পুলিশ। বিবেক বলেছেন, “পুলিশ জানায়, এটি পাকিস্তানের ফোন নম্বর। নম্বরটি নাকি নিষিদ্ধ। তখন আমি সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম।”

Advertisement

২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘কুরবান’। ছবিতে মূল চরিত্রে ছিলেন সইফ আলি খান ও করিনা কপূর খান। বিবেকও ছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে। এই ছবিতেও ছিল সন্ত্রাসবাদের প্রসঙ্গ। সমালোচক মহলে প্রশংসা পেলেও এই ছবি বক্স অফিসে মুখ থুব়ড়ে পড়েছিল।

এই সাক্ষাৎকারেই বিবেক দাবি করেছেন, তারকাদের খ্যাতি ক্ষণস্থায়ী। কেউ যতই জনপ্রিয় হোন, একটা সময় পরে কেউ মনে রাখবেন না। এমনকি বিবেকের মতে, ২০৫০ সালে মানুষ শাহরুখ খানকেও মনে রাখবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement