Katrina Kaif Pregnancy Updates

চেরিরঙা পোশাকে স্ফীতোদর ঢাকা! সকলের অজান্তে মাতৃত্বকালীন শুটিংয়ে কি ক্যাটরিনাই?

বেশ কয়েক মাস ধরেই জল্পনা, মা হতে চলেছেন ক্যাটরিনা। সম্প্রতি তারকাদম্পতির ঘনিষ্ঠ সূত্র সেই জল্পনা নিশ্চিত করেছে। যদিও তারকাদম্পতির তরফে কোনও ঘোষণা হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৪
Share:

মাতৃত্বকালীন শুটিংয়ে ব্যস্ত ক্যাটরিনা কইফ? ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ের কয়েক মাস পর থেকেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। প্রত্যেক বার যদিও সেই গুঞ্জন একটা সময়ের পর থেমে গিয়েছে। দিন দুই আগে ঘনিষ্ঠ সূত্রে প্রথম সেই গুঞ্জনে সিলমোহর পড়ে। ক্যাটরিনা কইফের অন্তঃসত্ত্বা অবস্থার ছবিও এ বার প্রকাশ্যে। সপ্তাহান্তে নায়িকার আরও কিছু ছবি ভাইরাল।

Advertisement

চেরিরঙা পোশাকে স্ফীতোদর ঢাকা। নায়িকার অবয়ব যদিও আবছা। তাতেও অনুরাগীদের বুঝতে সমস্যা হয়নি, ক্যামেরার মুখোমুখি ক্যাটরিনা-ই। চোখমুখে তৃপ্তির ছাপ। ক্যাটরিনা মাতৃত্বকালীন শুটিংয়ে ব্যস্ত। সারা শরীর থেকে জৌলুস যেন উপচে পড়ছে। যদিও এই বিষয়ে এখনও ক্যাটরিনা বা ভিকির তরফে কোনও ঘোষণা করা হয়নি।

নায়িকার অনুরাগীরা অবশ্য তাতে দমার পাত্র নন। ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই মন্তব্য বাক্সে বাঁধভাঙা উচ্ছ্বাস। কেউ লিখেছেন, তিনি আর অপেক্ষা করতে পারছেন না। কারও দাবি, ক্যাটরিনার মা হওয়ার খবরে তিনি ছেলেমানুষের মতো খুশি। একজন জানিয়েছেন, তিনি ভেবেছিলেন, এটি বোধহয় কোনও ছবির শুটিং। পরে খুঁটিয়ে দেখে বুঝতে পারেন ক্যাটরিনা কইফ-ভিকি কৌশল দুই থেকে তিন হতে চলেছেন! তাঁর খুশি অন্তহীন।

Advertisement

বেশ কয়েক মাস ধরেই জল্পনা, মা হতে চলেছেন ক্যাটরিনা। সম্প্রতি তারকাদম্পতির ঘনিষ্ঠ সূত্র সেই জল্পনা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছে, আগামী অক্টোবর বা নভেম্বর নাগাদই প্রথম সন্তান আসতে পারে ‘ভিক্যাট’-এর ঘরে। যদিও এই প্রসঙ্গে বরাবরের মতো এখনও মুখে কুলুপ এঁটেই রয়েছেন দম্পতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement