আমিরের শকিং ট্রান্সফর্মেশন দেখলে অবাক হবেন

মাচো ইজ ব্যাক। এই ছবিটার একটাই ক্যাপশন হতে পারে। আসলে আমির ইজ ব্যাক উইথ আ বিগ ব্যাং। সৌজন্যে দঙ্গল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ১৭:৩৫
Share:

আমিরের নিউ লুক। ছবি: টুইটারের সৌজন্যে।

মাচো ইজ ব্যাক।

Advertisement

এই ছবিটার একটাই ক্যাপশন হতে পারে।

আসলে আমির ইজ ব্যাক উইথ আ বিগ ব্যাং। সৌজন্যে দঙ্গল।

Advertisement

ফের তিনি প্রমাণ করলেন তিনিই বলি টাউনের ‘মিস্টার পারফেকশনিস্ট।’ প্রত্যেকটি চরিত্র নিজের মতো করে ডিল করার ক্ষেত্রে তিনিই সেরা। ‘দঙ্গল’-এ আমিরের ফার্স্ট লুক দেখে এক কথায় বাক্যহারা সকলে। এই ছবিতে কুস্তিগীর মহাবীর সিংহ ফোগটের চরিত্রে অভিনয় করছেন তিনি। মহাবীরের অল্প বয়সের চরিত্রে অভিনয় করার জন্য নিজের ওজন কমাতে ১০০০ কিলোমিটার পথ হেঁটেছেন আমির খান। চার মাস ধরে প্রতি দিন গড়ে ৭ থেকে ৯ কিলোমিটার করে হেঁটে নিজের বাড়তি ২৫ কেজি ওজন কমিয়েছেন নায়ক। টুইটারে নিজের এই ছবি শেয়ার করে আমির লিখেছেন, ‘আর মাত্র দু’দিন। তার পরেই অল্পবয়সী মহাবীরের চরিত্রের জন্য শুটিং শুরু করব।’

আরও পড়ুন, ওজন কমাতে ১০০০ কিমি হাঁটলেন আমির!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement