‘বিরাটের প্রেমে পড়েছি’ ভিডিওতে বললেন পুনম

বিতর্ক তাঁর নিত্যসঙ্গী। খোলামেলা পোশাক হোক বা বক্তব্য। বিতর্কই তাঁকে হেডলাইনে এনে দিয়েছে। তিনি পুণম পাণ্ডে। এ বার বিরাট কোহালির প্রেমে মজেছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মে ২০১৬ ১৭:৩৭
Share:

বিতর্ক তাঁর নিত্যসঙ্গী। খোলামেলা পোশাক হোক বা বক্তব্য। বিতর্কই তাঁকে হেডলাইনে এনে দিয়েছে। তিনি পুণম পাণ্ডে। এ বার বিরাট কোহালির প্রেমে মজেছেন তিনি।

Advertisement

সম্প্রতি মিডিয়াকে পুনম জানিয়েছেন, টি টেয়েন্টি বিশ্বকাপের সময় থেকেই নাকি বিরাটের প্রতি দুর্বল হয়ে পড়েছেন। বিরাটের জন্য বিভিন্ন ছবি আগে থেকেই পোস্ট করতেন সোশ্যাল মিডিয়ায়। কথা দিয়েছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত জিতলে কোহালি আর তাঁর টিমকে অনেক ‘উপহার’ দেবেন। কিন্তু ভারত জিততে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। তাই পুণমের গিফট অন্তত এ বারের মতো মিস করেছেন কোহালিরা।

আরও পড়ুন

Advertisement

পুনমের অন্দরে

বিরাটকে এই ছবি উপহার দিলেন পুনম!

টিম ইন্ডিয়াকে কী গিফট দিলেন পুনম?

পুনমের নেক্সট প্ল্যান শুনলে ভয় পেতে পারেন!

পুনশ্চ পুনম, শরীর কথা বলে তাঁর

তবে এখনও হাতে রয়েছে আইপিএল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তিনি ফাইনালে ঝড় তুলবেন, এমনটাই আশা ক্রিকেটপ্রেমীদের। তার পর পুনম আলাদা করে বিরাটকে কোনও গিফট দেবেন কিনা, সেটাই এখন দেখার।

যদিও গুঞ্জন, অনুষ্কার সঙ্গে সম্পর্ক ভেঙেছে বিরাটের, তবুও এ খবর অনু্ষ্কা শুনেছেন তো?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement