মা হওয়ার পর এতটা বদলে গিয়েছেন রানি!

সুন্দরী, গর্জাস, ট্যালেন্টে়ড— এই বিশেষণগুলো তাঁর পক্ষে হয়তো যথেষ্ট নয়। তিনি রানি মুখোপাধ্যায়। বি-টাউনের এই ‘নিউ মম’ বেশ কিছুদিন সিলভার স্ক্রিনের বাইরে। মেয়ে আদিরাকে সময় দেওয়াই তাঁর ফার্স্ট প্রায়োরিটি। তাঁকে শেষ দেখা দিয়েছিল ২০১৪ সালের ছবি ‘মর্দানি’তে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৬ ১২:৪৮
Share:

মেয়ে হওয়ার আগে র‌্যাম্পে রানি।— ফাইল চিত্র।

সুন্দরী, গর্জাস, ট্যালেন্টে়ড— এই বিশেষণগুলো তাঁর পক্ষে হয়তো যথেষ্ট নয়। তিনি রানি মুখোপাধ্যায়। বি-টাউনের এই ‘নিউ মম’ বেশ কিছুদিন সিলভার স্ক্রিনের বাইরে। মেয়ে আদিরাকে সময় দেওয়াই তাঁর ফার্স্ট প্রায়োরিটি। তাঁকে শেষ দেখা দিয়েছিল ২০১৪ সালের ছবি ‘মর্দানি’তে।

Advertisement

মেয়ে হওয়ার পর পরই দীর্ঘ ছুটিতে প্যারিস চলে যান নায়িকা। সেখানে ‘বেফিকর’-এর শুটিংয়ে আদিত্য চোপড়ার সঙ্গে কাজও করেছেন। আবার আদিরাকে নিয়ে চুটিয়ে ছুটিও এনজয় করেছেন। সম্প্রতি মেয়ের জন্মের প্রায় সাত মাস পর দেশে ফিরলেন রানি। এবং মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন।

কিন্তু ইনি কে? ইনি কি সেই গ্ল্যামারাস নায়িকা? পোস্ট মাদারহুড তাঁকে তো চেনাই দায়!

Advertisement

আরও পড়ুন, রানির মেয়ের জুতোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!


দেখুন, এখন এমন চেহারা হয়েছে রানির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement