‘ক্যাবারে’তে বোল্ড লুকে রিচা

প্লেজার অ্যান্ড থ্রিল— সঙ্গে রিচা চাড্ডা। মানেটা কী বলুন তো? বুঝতে পারলেন না? আরে পরের ছবি ‘ক্যাবারে’তে রিচা ধরা দেবেন এই নয়া অবতারেই। এই ছবিতে একজন গ্ল্যামারাস ক্যাবারে ডান্সারের ভূমিকায় অভিনয় করছেন রিচা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৬ ১৬:৫৫
Share:

প্লেজার অ্যান্ড থ্রিল— সঙ্গে রিচা চাড্ডা। মানেটা কী বলুন তো? বুঝতে পারলেন না? আরে পরের ছবি ‘ক্যাবারে’তে রিচা ধরা দেবেন এই নয়া অবতারেই।

Advertisement

এই ছবিতে একজন গ্ল্যামারাস ক্যাবারে ডান্সারের ভূমিকায় অভিনয় করছেন রিচা। সম্প্রতি মুক্তি পেল এই ছবির টিজার। যৌনতা এবং বলিউডের অজানা গল্প নিয়ে চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক কৌস্তভ নারায়ণ নিয়োগী। ছবিটি প্রযোজনা করছেন পূজা ভট্ট। আগামী মে মাসে মুক্তি পাবে এই সিনেমা। ফলে যে আলাদা উষ্ণতার আঁচ যে থাকবে এটা তো স্বাভাবিক। পূজা বলেছেন, ‘‘এই ছবিতে রিচাকে এক নতুন ভূমিকায় দেখবেন দর্শক। যাঁদের রিচার গ্ল্যামার নিয়ে কোনও সন্দেহ রয়েছে তাঁরা যোগ্য জবাব পাবেন।’’

আরও পড়ুন

Advertisement

প্রকাশ্যে চুমু খেলেন রণদীপ-রিচা!

নিখোঁজ স্বামীকে খুঁজছেন রিচা চাড্ডা!

রিচা চাড্ডা কি পর্দার হেলেন?

সত্যিই কি তাই? টিজার দেখে বিচার করুন নিজেই। রিচাকে নতুন লুকে কতটা মানিয়েছে বলুন তো?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement