Entertainment News

অনুষ্কার হাতে শিকল বাঁধা কেন?

কেরিয়ারের প্রথম থেকেই ঝুঁকি নিয়ে কাজ করতে পছন্দ করেন অনুষ্কা শর্মা। চরিত্র সিলেকশন তো বটেই। অনুষ্কার প্রযোজিত ছবি দেখলেই সেই ঝুঁকির আন্দাজ পাবেন দর্শক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:১২
Share:

অনুষ্কা শর্মা। ছবি: ইউটিউবের সৌজন্যে।

হাতে শিকল বাঁধা। খোলা চুল। খাটে হেলান দিয়ে বসে আছেন তিনি। চোখ টিভিতে।

Advertisement

ঠিক এ ভাবেই অনুষ্কা শর্মাকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কেন? কী হল নায়িকার?

আসলে সদ্য মুক্তি পেল ‘পরী’র নতুন টিজার। আর সেখানেই এই নয়া অবতারে দেখা গিয়েছে অনুষ্কাকে। সুপারন্যাচরাল বিষয় নিয়ে ছবি তার ইঙ্গিতও রয়েছে টিজারে। কারণ হঠাত্ই অনুষ্কার পায়ের নখ স্বাভাবিকের তুলনায় বড় হয়ে যেতে থাকে!

Advertisement

আরও পড়ুন,শট রেডি, ডাকতে আসবে, কিন্তু উঠব না, এ ভাবেই মরতে চাই’

কেরিয়ারের প্রথম থেকেই ঝুঁকি নিয়ে কাজ করতে পছন্দ করেন অনুষ্কা শর্মা। চরিত্র সিলেকশন তো বটেই। অনুষ্কার প্রযোজিত ছবি দেখলেই সেই ঝুঁকির আন্দাজ পাবেন দর্শক। অনুষ্কার এই রিস্ক গেমের নয়া সংযোজন ‘পরী’।

আরও পড়ুন, আপনার স্বামীর নাম? উত্তর দিলেন কাঞ্চনা

‘পরী’র নতুন টিজার দেখে বলি মহলের একটা বড় অংশের মত চলতি বছরের সেরা বাজি হতে চলেছে এই ছবি। পরমব্রত চট্টোপাধ্যায় এবং ঋতাভরীর অভিনয় সমৃদ্ধ করবে এই ছবিকে। সব কিছু ঠিক থাকলে ‘পরী’ মুক্তি পাবে আগামী ২ মার্চ। এখন সে দিকেই তাকিয়ে সিনে মহল। _

_

‘পরী’র নতুন টিজার দেখে বলি মহলের একটা বড় অংশের মত চলতি বছরের সেরা বাজি হতে চলেছে এই ছবি। পরমব্রত চট্টোপাধ্যায় এবং ঋতাভরীর অভিনয় সমৃদ্ধ করবে এই ছবিকে। সব কিছু ঠিক থাকলে ‘পরী’ মুক্তি পাবে আগামী ২ মার্চ। এখন সে দিকেই তাকিয়ে সিনে মহল।_

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement