Mubarakan new trailer

মন ভাল নেই? ‘মুবারকা’র দ্বিতীয় ট্রেলার দেখুন

এই প্রথম কাকা অনিল কপূরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অর্জুন কপূর। ছবিতে ডবল রোলে দেখা যাবে অর্জুনকে। তাঁর বিপরীতেই রয়েছেন ইলিয়ানা ডি ক্রুজ এবং আথিয়া শেট্টি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৭ ১৭:৪৭
Share:

‘মুবারকা’ ছবির পোস্টার। ছবি: টুইটারের সৌজন্যে।

কাকা-ভাইপোর জমজমাট কেমিস্ট্রি। চিত্রনাট্যে ফাটাফাটি কমেডি। প্রথম ট্রেলারে বাজিমাতের পর এ বার মুক্তি পেল ‘মুবারকা’র দ্বিতীয় ট্রেলার। সত্যি বলতে, পরিচালক অনিশ বাজমির প্রতিশ্রুতি বিফলে যাবে না বলেই মত ফ্যানেদের।

Advertisement

এই প্রথম কাকা অনিল কপূরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অর্জুন কপূর। ছবিতে ডবল রোলে দেখা যাবে অর্জুনকে। তাঁর বিপরীতেই রয়েছেন ইলিয়ানা ডি ক্রুজ এবং আথিয়া শেট্টি। রয়েছেন নেহা শর্মা এবং রত্না পাঠকের মতো অভিনেত্রীও।

নতুন ট্রেলারে অনিল কপূর তাঁর ‘পাগল খানদান’-এর সঙ্গে পরিচয় করিয়েছেন দর্শকদের। টুকরো টুকরো সিকোয়েন্সে অসাধারণ কমেডি টাইমিং অনিলের ডায়ালগে। পাল্লা দিয়েছেন অর্জুনও। এক কথায় দু’মিনিট উনচল্লিশ সেকেন্ডের ট্রেলার জুড়ে ভরপুর ‘কমিক এসেন্স’।

Advertisement

আরও পড়ুন, শ্রদ্ধা কপূর নন, ‘হাসিনা’র জন্য পরিচালকের প্রথম পছন্দের নায়িকা কে ছিলেন?

‘নো এন্ট্রি’, ‘ওয়েলকাম’-এর মতো ছবির পর অনিশ বাজমির কাছে দর্শকদের প্রত্যাশা অনেকটাই বেড়েছে। এ বার অনিল-অর্জুনের কেমিস্ট্রি নিয়ে আগামী ২৮ জুলাই মুক্তি পাওয়ার কথা ‘মুবারকা’র।

আপনারা হাসতে তৈরি তো?

ভিডিও সৌজন্যে: সোনি পিকচার্স নেটওয়ার্কস প্রোডাকশন্স

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement