Entertainment News

গানের গুঁতো @ পালোমা

সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবিতে ডেবিউ হয়েছে পালোমা মজুমদারের। অনুপম রায়ের সুরে একটি গান গেয়েছেন তিনি। তারই কথায় ‘আমি কি তোমায় খুব বিরক্ত করছি’ বিগত কয়েক দিন ধরেই ভাইরাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০১৮ ১৪:০০
Share:

পালোমা মজুমদার। ছবি: ফেসবুকের সৌজন্যে।

‘আমি কি তোমায় খুব বিরক্ত করছি?’ প্রশ্নটা আপনাকেই করছি। তবে এ নিছকই প্রশ্ন নয়। তা হয়তো এতদিনে ভাল করেই জেনে গিয়েছেন আপনারা। সৌজন্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’।

Advertisement

সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবিতে ডেবিউ হয়েছে পালোমা মজুমদারের। অনুপম রায়ের সুরে একটি গান গেয়েছেন তিনি। তারই কথায় ‘আমি কি তোমায় খুব বিরক্ত করছি’ বিগত কয়েক দিন ধরেই ভাইরাল।

ছবি মুক্তির ঠিক আগেই আমরা পৌঁছেছিলাম পালোমার বাড়ি। এই গানটি গাওয়ার অনুরোধ করেছিলাম তাঁর কাছে। তবে একটু ভিন্ন ভাবে। কারণ গানের সুর এক রেখে কথা পাল্টানো হয়েছিল। পাল্টে দিয়েছিল গুগল!

Advertisement

আরও পড়ুন, অকালে ঘনিয়ে আসছে মরণ, অকালেই তাই ‘উমা’র বোধন

বিষয়টা একটু খুলে বলা যাক। গুগল ট্রান্সলেটারে গানের বাংলা কথা প্রথমে ইংরেজিতে ট্রান্সলেট করে নেওয়া হয়। তার পর সেই ইংরেজির ফের বাংলা করে গুগল। সেই বাংলা কথাতেই ওই একই সুরে গান গেয়েছেন পালোমা।

পালোমার কথায়, ‘‘বিষয়টা অদ্ভুত। আমি এমন কখনও করিনি আগে। মজা লাগল এ ভাবে গাইতে।’’

পালোমা কেমন পারফর্ম করলেন? দেখুন আমাদের এক্সক্লুসিভ ভিডিও।

Send a message

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement