Entertainment News

জন্মদিনে নাচলেন সলমন, দেখুন ভাইরাল ভিডিও

গত বুধবার জন্মদিন কাটিয়েছেন ভাইজান। মুম্বইতে প্রিয়জনদের নিয়ে পার্টি করেছেন। আর সেখানেই সল্লু মিঞার নাচ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭ ১৬:৪৩
Share:

সলমন খান। ছবি: ইউটিউবের সৌজন্যে।

বয়স ৫২। অন্তত অফিশিয়াল নম্বর এটাই। কিন্তু তাতে কী বা আসে যায়! বলিউড তো বটেই, কোনও কোনও মহলের মতে তিনি গোটা ভারতের মোস্ট এলিজেবল ব্যাচেলার।

Advertisement

তিনি অর্থাত্ সলমন খান। গত বুধবার জন্মদিন কাটিয়েছেন ভাইজান। মুম্বইতে প্রিয়জনদের নিয়ে পার্টি করেছেন। আর সেখানেই সল্লু মিঞার নাচ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

পানভেলের ফার্ম হাউজে বার্থডে পার্টির আয়োজন করেছিলেন সলমন। একটু রাত করেই বন্ধুদের নিয়ে সেখানে পৌঁছন তিনি। বার্থ-ডে স্পেশাল প্লে-লিস্টে ছিল তাঁরই ছবি ‘সুলতান’-এর গান ‘বেবি কো বেস পসন্দ হ্যায়’।

Advertisement

আরও পড়ুন, বড়পর্দায় ফিরছেন ঋতুপর্ণা-অভিষেক

পর্দায় সলমনকে এই গানে পারফর্ম করতে দেখেছেন আপনি। তবে তাঁর বার্থডে পারফরম্যান্সও দারুণ। ভিডিও দেখার পর বলি মহলের একটা বড় অংশ তেমনটাই মনে করছেন। আপনিও কি একমত?

বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন 💃🏻 😍 💜 🚲 👨🏻‍🎤 👑 🐯 👊🏻 👬 👬 👑

💃🏻 😍 💜 🚲 👨🏻‍🎤 👑 🐯 👊🏻 👬 👬

👑

বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন 💃🏻 😍 💜 🚲 👨🏻‍🎤 👑 🐯 👊🏻 👬 👬

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement