Entertainment News

‘ধর্মান্ধতার বিরুদ্ধে লড়ছি’, বলে মাথা কামিয়ে ফেললেন সোনু!

বুধবারই টুইটারে চ্যালেঞ্জটা নিয়েছিলেন গায়ক সোনু নিগম। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু কাউন্সিলের সভাপতি আতিফ আলি আল কাদরির ছুড়ে দেওয়া হুমকিকে কার্যত এক হাত নিয়ে সোনু লিখেছিলেন, ‘‘আজ দুপুর ২টোর সময় আলিম এসে আমার মাথা ন্যাড়া করে দেবে। আপনি ১০ লক্ষ তৈরি রাখুন মৌলবি।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৭ ২০:১৮
Share:

চ্যালেঞ্জ নিয়ে মাথা ন্যাড়া করে ফেললেন সোনু নিগম। ছবি: পিটিআই

‘চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড’।

Advertisement

বুধবারই টুইটারে চ্যালেঞ্জটা নিয়েছিলেন গায়ক সোনু নিগম। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু কাউন্সিলের সভাপতি আতিফ আলি আল কাদরির ছুড়ে দেওয়া হুমকিকে কার্যত এক হাত নিয়ে সোনু লিখেছিলেন, ‘‘আজ দুপুর ২টোর সময় আলিম এসে আমার মাথা ন্যাড়া করে দেবে। আপনি ১০ লক্ষ তৈরি রাখুন মৌলবি।’’

প্রসঙ্গত আজান বিতর্কে সোনুকে হুমকি দিয়ে আতিফ বলেছিলেন, ‘‘যদি কেউ সোনুর মাথা কামিয়ে গলায় জুতোর মালা পরিয়ে দিতে পারেন, তাঁকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।’’ এই মন্তব্যের পরেই বুধবার সাংবাদিক সম্মেলনে সোনু বলেন, ‘‘আমি মাথা কামাতে প্রস্তুত। এটা আমি চ্যালেঞ্জ হিসাবে নিতে পারি। এটা সিম্বলিক।’’

Advertisement

যেমন বলা তেমনটাই করে দেখালেন গায়ক। মাথা ন্যাড়া করে বুধবার বিকালে সংবাদমাধ্যমের সামনে এসে সোনু বলেন, এই ধর্মান্ধতার বিরুদ্ধে আমাদের লড়াই করা উচিত।
মঙ্গলবারই জানিয়েছিলেন, আজানে নয়, তাঁর আপত্তি মন্দির-মসজিদের লাউডস্পিকারে। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তাঁর সেই বক্তব্যেরই সমর্থনে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হলেন সোনু। তবে গত দু’দিনের তুলনায় সুর কিছুটা নরম করে বললেন, ‘‘আমার মন্তব্যে কেউ ব্যথিত হলে আমি দুঃখিত। কারও ভাবাবেগে আঘাত করতে চাইনি।’’

আরও পড়ুন: তাঁর মন্তব্যে কেউ ব্যথিত হলে দুঃখিত, সুর নরম সোনুর

সোনুর এই টুইট দিয়েই শুরু হয়েছিল আজান বিতর্ক

তবে এর পাশাপাশি নিজের টুইটের স্বপক্ষেও যুক্তি দিতে ভোলেননি গায়ক। ‘‘আমি একটি সামাজিক বিষয়ে কথা বলেছিলাম, কোনও ধর্মীয় বিষয়ে নয়। আর তা ছাড়া মতপ্রকাশের স্বাধীনতাও সকলের রয়েছে। সকলেরই উচিত কথার অন্তর্নিহিত অর্থটাকে উপলব্ধি করা,’’—এ দিন এমনটাই মন্তব্য করেন সোনু। নিজের নিরপেক্ষতা বোঝাতে গিয়ে তিনি বলেন, ‘‘আমি ডানেও নেই, বামেও নেই। আমি মাঝখানে।’’

আরও পড়ুন: সোনুর আজান-টুইট নিয়ে বিতর্ক জারি

গত সোমবার ভোরে সোনু টুইট করে প্রশ্ন তোলেন, কেন লাউডস্পিকারে জোরে জোরে আজান পড়া হয়। কেন মুসলিম না হওয়া সত্ত্বেও রোজ সাত সকালে আজানে তাঁর ঘুম ভাঙানো হয়। এই ‘গুন্ডাগিরি’ বন্ধ করার দাবিও তুলেছিলেন তিনি। তাঁর এই বিতর্কের পর থেকেই গত দু’দিনে ওয়েব দুনিয়ায় তুমুল ট্রোলডও হন গায়ক।

তবে তাঁর এই মন্তব্যকে সমর্থন করেছেন বলিউডের একাধিক সঙ্গীতশিল্পী, পরিচালক, অভিনেতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন