কিমের উষ্ণ দাম্পত্য

দেখতে দেখতে বছর পার। কেনি ওয়েস্টের সঙ্গে এক বছরের দাম্পত্য কাটিয়ে ফেললেন কিম কার্দাসিয়ান। ২০১০-এর প্রেম পরিণতি পেয়েছিল ২০১৪-তে। কেনি ট্যুইটারে জানিয়ে‌ছেন, “আমার স্বপ্নের নারীকে বিয়ে করতে পেরে আমি খুব খুশি। যে কোনও জন্মেই আমি তোমাকে খুঁজে নেব।” পাশাপাশি বিবাহবার্যিকী সেলিব্রেট করতে ইন্সটাগ্রামে নিজেদের বিয়ের ছবি শেয়ার করেছেন কিম। বরের উদ্দেশে একটি ছবিতে লিখেছেন, “আমি এই মানুষটিকে খুব ভালবাসি”। সেই উষ্ণ চুম্বনের কয়েকটি ছবিতে সাজল গ্যালারি।

Advertisement
শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ১৬:০৮
Share:

দেখতে দেখতে বছর পার। কেনি ওয়েস্টের সঙ্গে এক বছরের দাম্পত্য কাটিয়ে ফেললেন কিম কার্দাসিয়ান। ২০১০-এর প্রেম পরিণতি পেয়েছিল ২০১৪-তে। কেনি ট্যুইটারে জানিয়ে‌ছেন, “আমার স্বপ্নের নারীকে বিয়ে করতে পেরে আমি খুব খুশি। যে কোনও জন্মেই আমি তোমাকে খুঁজে নেব।” পাশাপাশি বিবাহবার্যিকী সেলিব্রেট করতে ইন্সটাগ্রামে নিজেদের বিয়ের ছবি শেয়ার করেছেন কিম। বরের উদ্দেশে একটি ছবিতে লিখেছেন, “আমি এই মানুষটিকে খুব ভালবাসি”। সেই উষ্ণ চুম্বনের কয়েকটি ছবিতে সাজল গ্যালারি। ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement