Entertainment News

মাঝ রাস্তায় দাঁড়িয়ে কী করছেন সানি!

এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন অভিনেত্রী। গোটা দিওয়ালিতেই থাকবেন দেশের বাইরে। কিন্তু তাও সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৭ ১৪:৫৩
Share:

সানি লিওন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

পিছন থেকে দ্রুত গতিতে আসছে দোতলা বাস, গাড়ি, স্কুটার। তার মধ্যেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তিনি অর্থাত্ সানি লিওন। কিন্তু মাঝ রাস্তায় কেন দাঁড়িয়ে রয়েছেন সানি?

Advertisement

আরও পড়ুন, কী ভাবে ইনভেস্ট করবেন? টিপস দিচ্ছেন সানি লিওন

আসলে দিন দুয়েক আগে তিনি হংকংয়ে পৌঁছেছেন। সেখানকার ছবি এ ভাবেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন সানি। তবে হংকংয়ে কেন গিয়েছেন তা খোলসা করেননি অভিনেত্রী। বলি মহলের কেউ কেউ বলছেন বিশেষ কোনও কাজ নিয়ে গিয়েছেন তিনি। কারও মতে নিছকই বেড়াতে গিয়েছেন। যদিও সানি নিজে আসল কারণটা শেয়ার করেননি।

Advertisement

আরও পড়ুন, দুই ‘ছেলে’কে নিয়ে প্রকাশ্যে এলেন মিমি!

এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন অভিনেত্রী। গোটা দিওয়ালিতেই থাকবেন দেশের বাইরে। কিন্তু তাও সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সেফ দিওয়ালির পক্ষে সওয়াল করেছেন। পাশাপাশি শিশু ও পোষ্যদের বিশেষ খেয়াল রাখারও পরামর্শ দিয়েছেন। !! 😊😙 ! 🎉🎊

!! 😊😙 ! 🎉🎊

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement