Entertainment News

মধ্যরাতে মুম্বইয়ের রাস্তায় অভিষেক-ঐশ্বর্যা!

মধ্যরাত। মুম্বই। হাইওয়ে দিয়ে ফুল স্পিডে চলছে একটা গাড়ি। আর গাড়ির মধ্যে রোমান্টিক মুডে…। ঠিক এখানেই পজ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৬ ১৫:২১
Share:

না! এ ছবি সেই রাতের নয়। ফটোশুটে অভি-্অ্যাশ।— ফাইল চিত্র।

মধ্যরাত। মুম্বই। হাইওয়ে দিয়ে ফুল স্পিডে চলছে একটা গাড়ি। আর গাড়ির মধ্যে রোমান্টিক মুডে…।

Advertisement

ঠিক এখানেই পজ। কারণ গাড়ির মধ্যে যাঁরা ছিলেন তাঁদেরকে সে সময় রাস্তায় দেখতে পাবেন বলে আশাই করেননি এক আমচি মুম্বইকর। সেই মধ্যরাতেই তিনি সোশ্যাল মিডিয়ায় আপডেট দেন, ‘‘এখনই ঐশ্বর্যা রাই আর অভিষেক বচ্চনকে দেখলাম। সাদা বেন্টলি চড়ে বান্দ্রার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ড্রাইভিং এনজয় করছিলেন ওঁরা।’’

সূত্রের খবর, গতকাল রাতে ‘রুস্তম’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন অমিতাভ, অভিষেক এবং ঐশ্বর্যা। ছবি দেখে বেরোনোর পর অমিতাভ আলাদা গাড়িতে বেরিয়ে যান। অন্য গাড়িতে ওঠেন অভিষেক-ঐশ্বর্যা। তা দেখেই অনেকের মনে হয়েছিল, নিশ্চয়ই অন্য কোনও প্ল্যান রয়েছে দম্পতির।

Advertisement

ঠিক তাই। রাতের শহরে লং-ড্রাইভে বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু তাও ধরা পড়ে গেলেন এক অনুরাগীর চোখে। তবে এতদিন পর অভি-অ্যাশ কোয়ালিটি টাইম কাটাচ্ছেন দেখে বলি মহলের অনেকেই বলছেন, মাঝে তাঁদের সম্পর্কে হয়তো ইগো ক্ল্যাশ তৈরি হয়েছিল। কিন্তু এ বার তা মিটে গিয়েছে বলেই মনে করছে বি-টাউন।

আরও পড়ুন, ডিয়ার সলমন খান, ইনি ‘দীপিকা’ নন, ‘দীপ্তি’ও নন, ইনি দীপা কর্মকার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement