Bengali Television 2026

ছোট ছোট পায়ে বড়পর্দায়! ছোটপর্দার কোন কোন নায়ক-নায়িকা ছায়াছবিতে দেখা দিতে পারেন?

টেলিপাড়ায় ফিসফাস। ছোটপর্দার একাধিক নায়ক-নায়িকা নাকি নতুন বছরে বড়পর্দায় বড় করে দেখা দেবেন। তাঁরা কারা?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১২:০৫
Share:

ছোটপর্দার-বড়পর্দার ভেদাভেদ মুছল? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বছর তিনেক আগেও ছবিটা অন্য রকম ছিল। ছোটপর্দার নায়ক-নায়িকারা অদৃশ্য লক্ষ্মণরেখা পেরিয়ে বড়পর্দায় অভিনয়ের সুযোগ পেতেন না। দুই মাধ্যমের অদৃশ্য ভেদাভেদ সম্ভবত এই ভেদরেখার নেপথ্য কারণ।

Advertisement

গত তিন বছর ধরে ছোটপর্দা এবং মঞ্চ থেকে একাধিক অভিনেতা-অভিনেত্রী বড়পর্দায় এসেছেন। তালিকা খুব ছোট নয়। ইধিকা পাল, শ্বেতা ভট্টাচার্য, সৌমিতৃষা কুণ্ডু, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যজ্যোতি দত্ত, আরাত্রিকা মাইতি-সহ অনেকেই আছেন। এঁরা এখন প্রত্যেকে জনপ্রিয় মুখ। ২০২৬-এও কি সেই ধারা অব্যাহত থাকবে? টেলিপাড়া বলছে, কিছু নাম ইতিমধ্যেই বাতাসে ভাসছে। যেমন—

দিব্যাণী মণ্ডল। ছবি: ফেসবুক।

দিব্যাণী মণ্ডল: প্রথম ধারাবাহিক ‘ফুলকি’তেই হিট দিব্যাণী। দু’বছর রমরমিয়ে চলেছে। শেষ দিন পর্যন্ত রেটিং চার্টে ভাল নম্বর ধরে রেখেছিল ধারাবাহিকটি। তখনই তিনি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নজরে। সব ঠিক থাকলে পরিচালকের আগামী ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ দিয়ে বড়পর্দা পা রাখতে পারেন দিব্যাণী। শোনা যাচ্ছে, এটি ছাড়াও নাকি তাঁর ঝুলিতে একাধিক ছবির অফার রয়েছে।

Advertisement

অঙ্কিতা মল্লিক। ছবি: ফেসবুক।

অঙ্কিতা মল্লিক: নায়িকা প্রথম ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’তে মাতিয়ে দিয়েছেন। ছোটপর্দার অভিনয়পর্ব শেষ হতে না হতেই তিনি বড়পর্দায়। মহুয়া রায়চৌধুরীর জীবনী নিয়ে ‘গুনগুন করে মন মহুয়া’ ছবিটি বানানো হচ্ছে। মহুয়ার ভূমিকায় তাঁকে নির্বাচন করেছেন প্রযোজক রানা সরকার। দিব্যাণীর মতো তাঁর কাছেও নাকি একাধিক ছবির অফার রয়েছে।

অভীকা মালাকার। ছবি: ফেসবুক।

অভীকা মালাকার: প্রথম ধারাবাহিক ‘তোমাদের রানি’। উত্তরবঙ্গ থেকে আসা মেয়েটিকে ভালবেসে ফেলেন দর্শক। শোনা যাচ্ছে, রাজ চক্রবর্তীর আগামী ছবি ‘হোক কলরব’-এ দেখা যেতে পারে তাঁকে। ছবিটির পটভূমিকায় ছাত্র আন্দোলন। সেই দলেই সম্ভবত দেখা যাবে অভীকাকে। শুটিং শুরুর আগে রাজ অভিনেতাদের প্রশিক্ষণের আয়োজন করেছিলেন। সেখানে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

দিব্যজ্যোতি দত্ত। ছবি: ফেসবুক।

দিব্যজ্যোতি দত্ত: সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে ঐতিহাসিক চরিত্রে দেখা গিয়েছে। ছবিতে তিনি চৈতন্যদেব। কিন্তু নায়কের চরিত্রে নয়। শোনা যাচ্ছে, আরও একটি ছবিতে নাকি চুক্তিবদ্ধ হতে চলেছেন। সেই ছবিতে তিনি নায়ক।

সৌমেন চক্রবর্তী। ছবি: ফেসবুক।

সৌমেন চক্রবর্তী: আদলে আর এক খ্যাতনামী অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর ছায়া। মঞ্চের জনপ্রিয় মুখ। খবর, সৃজিত মুখোপাধ্যায়ের ‘দুর্গ রহস্য’, ‘কিলবিল সোসাইটি’র পর ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে অভিনয় করছেন। সুযোগ পেয়েছেন প্রথম সারির আরও একটি প্রযোজনা সংস্থার আগামী ছবিতে। নতুন বছরেই সম্ভবত শুরু হবে সেই শুটিং।

শুভস্মিতা মুখোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম।

শুভস্মিতা মুখোপাধ্যায়: ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের নায়িকা। নতুন বছরে তিনি পা রাখবেন বড়পর্দায়। অর্ক দাশগুপ্তের পরিচালনায় ‘পয়লা বৈশাখ’ ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে তাঁকে। মূলত কল্প-বিজ্ঞান ঘরানার এই ছবি। শুভস্মিতা ছাড়াও ছবিতে চন্দন সেন, মুমতাজ সরকারের মতো অভিনেতাদেরও দেখা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement