TRP Ratings

‘জগদ্ধাত্রী’কে টপকে এক নম্বরে অন্য সিরিয়াল! এ সপ্তাহে টিআরপি তালিকায় আর কী কী চমক?

দীর্ঘ সময় পর টিআরপি তালিকায় প্রথম স্থান হারাল ‘জগদ্ধাত্রী’। বাকিদের নম্বরেও পার্থক্য লক্ষণীয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৪ ১৬:৪৫
Share:

‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত।

মার্চ মাসের প্রথম বৃহস্পতিবার। প্রকাশ্যে টলিপাড়ার সিরিয়ালের সাপ্তাহিক ফলাফল। গত কয়েক সপ্তাহ ধরে প্রথম স্থানে ছিল ‘জগদ্ধাত্রী’। তবে নতুন মাসে সিরিয়ালের প্রতিযোগিতার ফলাফলে দেখা গেল রদবদল। এ সপ্তাহে জগদ্ধাত্রীকে টপকে শীর্ষস্থানে ‘নিম ফুলের মধু’। পর্দায় পর্ণা-সৃজনের গোয়েন্দাগিরি যে দর্শকের মনে ধরেছে সেটা বেশ বোঝা যাচ্ছে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৮.৭। অল্প নম্বরের ফারাকে দ্বিতীয় স্থানে ‘জগদ্ধাত্রী’। এ সপ্তাহে জ্যাস সান্যাল এবং স্বয়ম্ভূর প্রাপ্ত নম্বর ৮.৬। ৮.৩ পেয়ে গত সপ্তাহের মতো তৃতীয় স্থানে ‘ফুলকি’। চতুর্থ স্থানে রয়েছে ‘গীতা এলএলবি’। এই সিরিয়ালের নম্বর ৭.৮। পঞ্চম স্থানে রয়েছে শ্যামলী ও অনিকেতের গল্প। ‘কোন গোপনে মন ভেসেছে’ পেয়েছে ৭.৮।

Advertisement

সিরিয়ালের ‘টিআরপি’ তালিকায় বাকি সিরিয়ালের নম্বর কিন্তু গত সপ্তাহের তুলনায় বেড়েছে। ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের গত সপ্তাহের নম্বর ছিল ৬.৩। এ সপ্তাহে দীপা-সূর্য পেয়েছে ৬.৫। অন্য দিকে স্টার জলসার ‘সন্ধ্যাতারা’ সিরিয়ালের গত সপ্তাহের প্রাপ্ত নম্বর ছিল ৬.১। এ সপ্তাহে নম্বর বেড়ে দাঁড়িয়েছে ৬.৪। বাকিরা কে কোথায়? রইল চার্টে—

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন