প্রথম পাঁচ থেকে ছিটকে গেল ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিক। ছবি: সংগৃহীত।
২০২২ সালে সম্প্রচারিত হয় ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকের শেষ পর্ব। টানা পাঁচ বছর চলেছিল সেই কাহিনি। আর এই ধারাবাহিকের মাধ্যমেই উত্থান দিতিপ্রিয়া রায়ের। মাঝে তিন বছর ছোটপর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে। কয়েক মাস হল ফিরেছেন। আট মাসের মাথায় আবার ছক্কা। যদিও এই গল্পের বাড়তি রসদ হল জীতু কমল এবং দিতিপ্রিয়ার সমীকরণ।
পুজোর পরের সপ্তাহে টিআরপি তালিকায় বড় রদবদল। সবকিছু উল্টেপাল্টে গিয়েছে। গত কয়েক সপ্তাহ প্রথম স্থানে নিজেদের জায়গা ধরে রেখেছিল ‘পরশুরাম আজকের নায়ক’। কিন্তু চলতি সপ্তাহে প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছে পরশুরাম আর তটিনীর কাহিনি। উল্টে সেই জায়গায় এ বার অপর্ণা এবং আর্য জুটির জয়জয়কার। এই সপ্তাহে ৬.১ পেয়ে প্রথম স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক।
বেশ কিছু সপ্তাহ ধরে প্রথম পাঁচে প্রায় একটানা স্টার জলসার ধারাবাহিকের নামই দেখা গিয়েছে। এই সপ্তাহে, একমাত্র পঞ্চম স্থানে নিজেদের জায়গা ধরে রেখেছে ‘রাঙামতী তিরন্দাজ’। ধীরে ধীরে আবার প্রথম দিকে দেখা যাচ্ছে ‘পরিণীতা’র নাম। এই সপ্তাহেও তারা রয়েছে দ্বিতীয় স্থানে। ৫.৯ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রায়ান এবং পারুলের কাহিনি। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস শেষের পথে ‘জগদ্ধাত্রী’। কিন্তু তাতেও নিজেদের জায়গা ধরে রেখেছে তারা। এই সপ্তাহে ৫.৫ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। আর চতুর্থ স্থানে রয়েছে ‘ফুলকি’। তাদের প্রাপ্ত নম্বর ৫.৪।