শাহরুখকে রিফিউজ করেছিলেন আলিয়া?

শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন সব নায়িকাই। কিন্তু এমনও একজন আছেন যিনি বলিউড বাদশাকে রিফিউজ করার সাহস দেখিয়েছিলেন। তিনি কে জানেন? এমন সাহস কার হতে পারে? তিনি মহেশ কন্যা আলিয়া ভট্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৫ ১৩:২৫
Share:

শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন সব নায়িকাই। কিন্তু এমনও একজন আছেন যিনি বলিউড বাদশাকে রিফিউজ করার সাহস দেখিয়েছিলেন। তিনি কে জানেন? এমন সাহস কার হতে পারে? তিনি মহেশ কন্যা আলিয়া ভট্ট। মাত্র ২২ বছরেই বলিউডে শক্ত জমি পেয়ে গিয়েছেন। আর তার পরই কিনা শাহরুখকে ‘রিফিউজ’ করার সাহস দেখালেন!

Advertisement

ঠিক কী ঘটেছিল?

পরিচালক গৌরি শিন্ডে তাঁর পরের ছবিতে কাস্ট করেছেন শাহরুখ-আলিয়াকে। গৌরি জানিয়েছেন, এটা টিপিক্যাল রোমান্টিক ছবি নয়। তাই চিত্রনাট্য শুনে নাকি নিজের বয়স নিয়েই চিন্তায় পড়েছিলেন আলিয়া। তিনি ভেবেছিলেন ৪৯ বছরের শাহরুখের সঙ্গে তাঁর কেমিস্ট্রি আদৌ জমবে তো? গৌরি তাঁকে বোঝান, এই ছবি তাঁর কেরিয়ারের মাইলস্টোন হতে পারে। তাই শেষ পর্যন্ত ঝুঁকিটা নিয়েই ফেললেন নায়িকা।

Advertisement

আলিয়া নিজে এ বিষয়ে কী বলছেন?

এ ধরনের আলোচনাকে বলিউডি গসিপ বলেই উড়িয়ে দিচ্ছেন তিনি। তাঁর কথায়, ‘‘আমি এ সব কখনও ভাবিনি। বরং শাহরুখের সঙ্গে কাজ করব ভেবে আমি বেশ উত্তেজিত।’’ যদিও নায়িকার এই কথাকে এখন সাফাই বলেই মনে করছেন বলিউডের একাংশ। শাহরুখকে ‘রিফিউজ’ করা কি মুখের কথা! এখন তো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হবেই!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement