Actual Scenario Of Tollywood

‘বাংলায় এই প্রজন্মের কাজ নেই, টলিউড কী চায় নিজেই জানে না’! বিস্ফোরক অনন্যা, তনিকা, সৃজলা

“যাঁদের লক্ষাধিক অনুসরণকারী, তাঁরাই বা হিট ছবি দিতে পারছেন কোথায়?” পাল্টা প্রশ্ন তানিকার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ০৯:০১
Share:

কাজে সন্তুষ্ট অনন্যা সেন, তানিকা বসু, সৃজলা গুহ? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘হিরোইন মেটিরিয়াল’ না হলে নায়িকা নয়! এই বিশেষ গুণটাই বা কী? ওজন, উচ্চতা, গায়ের রং, সৌন্দর্য, জৌলুস— সবকিছুর ‘প্যাকেজ’ চাইছে টলিউড! মাপকাঠিতে না মিললে কাজ নেই!

Advertisement

কথাপ্রসঙ্গে নানা সময়ে এমনই অভিযোগ এই প্রজন্মের একগুচ্ছ অভিনেত্রীর। অনন্যা সেন, তানিকা বসু, সৃজলা গুহ, অলিভিয়া সরকার— তালিকাটা খুব ছোট নয়। এঁদের প্রত্যেকের অভিযোগ, “টলিউড কী চায় নিজেই জানে না! যে রোগা, যে ফর্সা, তারও রকমারি খুঁত। স্বর্গ থেকে অপ্সরা নেমে এসে ক্যামেরার সামনে দাঁড়াবে, এমনই বোধহয় আশা সবার।”

অনন্যাকে সম্প্রতি দেখা গিয়েছে ‘স্বার্থপর’ ছবিতে। কোয়েল মল্লিকের বান্ধবী চরিত্রে। অনন্যার অভিনয়ও প্রশংসিত। তার পর? শনিবার প্রথম সারির এক প্রযোজনা সংস্থার নতুন টক শোয়ের প্রচারানুষ্ঠানে এসেছিলেন তিনি। আগামী কাজ প্রসঙ্গে বলতে গিয়েই অনন্যা আনন্দবাজার ডট কম-কে বললেন, “বলিউডে প্রচুর অডিশন দিচ্ছি। নাটকের প্রশিক্ষণে যোগ দিচ্ছি। এ ভাবেই চলছে।” অর্থাৎ, মুঠোভর্তি কাজ বা তুমুল ব্যস্ততায় নেই অনন্যা। সে কথা অস্বীকারও করেননি। অথচ, তাঁর অভিনয় দর্শকপ্রশংসিত।

Advertisement

ছোটপর্দায়, সিরিজ়ে সৃজলা পরিচিত নাম। ভাল বেলি ড্যান্সার। তিনি যেমন নিজের মতো করে কাজ বেছে করেন। খুব যে বেশি অনুষ্ঠানে যোগ দেন, তেমনও নয়। ‘চালচিত্র’ ছবির পর দর্শক-সমালোচক একযোগে তনিকার মধ্যে প্রতিভার স্ফুলিঙ্গ দেখেছিলেন। “সেই স্ফুলিঙ্গ আপাতত সিরিজ় ‘রঙ্কিনী ভবন’-এর ছোট্ট একটি চরিত্রে সীমাবদ্ধ। মায়ের ক্যানসার। কতজনের কাছে কাজ চেয়েছি। সকলেই ‘চালচিত্র’ ছবিতে দেখানো ‘সেরিব্রাল পলসি’তে আক্রান্ত মেয়ের চরিত্রেই ডাকেন। আমি তো গায়ে ট্যাগ সাঁটতে রাজি নই!”, আফসোস অভিনেত্রীর কণ্ঠে।

ভারী চেহারা মাত্রেই ‘পেটুক’, ‘ভাঁড়’ বা কালো মানেই ‘গৃহপরিচারিকা’— কবে, কে এগুলো ঠিক করে দিল? এই তকমার বাহানাতেই তো যোগ্যদের ছাপিয়ে অযোগ্যের রমরমা! অনন্যা যেমন ঠিক করেই নিয়েছেন, “শরীরে সমস্যা না হলে কিছুতেই রোগা হব না। যেমন আছি তেমনই থাকব।” তাঁর মতে, মোটারাও নায়িকা হতে পারেন। ‘দম লাগাকে হেইসা’র জন্য ভূমি পেডনেকরকে ওজন বাড়াতে হয়েছিল। উদাহরণ দিয়েছেন অনন্যা। অভিনেত্রীর সমসাময়িকেরা বলেছেন, “এ সব ছুতো। অনন্যার মতো অভিনয়প্রতিভা থাকলে আমরা বর্তে যেতাম।”

এই প্রসঙ্গে তানিকার সংযোজন, “টলিউডের অন্দরে অনেক ‘খেলা’। যাঁরা সেটা রপ্ত করতে পারেন, তাঁরা কাজ পান। যাঁরা পারেন না, তাঁরা আমাদের মতো।” তিনি এও শুনেছেন, অর্থের বিনিময়ে নায়িকা বা গুরুত্বপূর্ণ চরিত্র কেনা যায়। অনেকে নাকি টিকে থাকতে ‘কম্প্রোমাইজ়’ও করেন! তনিকা অবশ্য দুই দলের একদলেও শামিল নন বলে জানিয়েছেন। অনন্যারও একই দাবি। তাই অডিশন দিতে দিতে হয়তো জুতোর শুকতলা ক্ষইয়ে ফেলেন। স্বপ্নপূরণ হয় না! “সমাজমাধ্যমে যাঁদের লক্ষাধিক অনুসরণকারী, তাঁরাই বা ক’টা হিট ছবি দিতে পারছেন?” পাল্টা প্রশ্ন তনিকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement