Aamir Khan

অন্তরের কষ্ট মুখ ফুটে বলতে পারেন না, ২০১৯ সালে কিরণকে কোন ইঙ্গিত দিয়েছিলেন আমির?

রিনা ও কিরণের সঙ্গে সম্পর্ক ভাঙার নেপথ্যে নিজেকেই দায়ী করেন আমির। সম্পর্কে আহত হলে নাকি আবেগহীন হয়ে পড়েন।

Advertisement

আনন্দবাজার ডট কম প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জুন ২০২৫ ১৭:১১
Share:

(বাঁ দিকে) আমির খান (ডান দিকে) কিরণ রাও। ছবি: সংগৃহীত।

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ তিনি। তবে অভিনয়ের পাশাপাশি বার বার ব্যক্তিগত জীবনের জন্যও খবরের শিরোনামে উঠে আসেন আমির খান। কাজের ক্ষেত্রে অতি সচেতন হলেও, সম্পর্কের ক্ষেত্রে তাঁর সুনাম নেই। দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে বর্তমানে সৌজন্য বজায় রেখেছেন। কিন্তু এই সম্পর্কগুলি ভাঙার নেপথ্যে নিজেকেই দায়ী করেন আমির। সম্পর্কে আহত হলে নাকি আবেগহীন হয়ে পড়েন। এমনকি, মনের ভিতরের কষ্ট মুখ ফুটে বলতে পারেন না। ২০১৯ সালে কিরণকে কোন ইঙ্গিত দিয়েছিলেন আমির?

Advertisement

একটা সময় বক্স অফিসে ১০০ কোটির ধারা শুরু করেছিলেন। কিন্তু গত কয়েক বছর ধরে সেই আমিরের কোনও ছবি দাগ কাটতে পারছে না দর্শকদেরর মনে। ২০১৯ এ ‘ঠগস অফ হিন্দুস্তান’, তার পর ‘লাল সিংহ চড্ডা’। একের পর এক ভরাডুবি। ভেবেছিলেন সিনেমা ছেড়ে দেবেন। কিন্তু প্রাক্তন স্ত্রী কিরণের অনুরোধে ফের সিনেমা বানাচ্ছেন। যদিও ‘লাল সিংহ চড্ডা’ যে ব্যর্থ হবে, আগে ভাগে বুঝতে পারেননি আমির। আর ‘ঠগস অফ হিন্দুস্তান’ ছবিটি যে একেবারেই চলবে না তা বুঝে গিয়েছিলেন। তাই নাকি একেবারে শান্ত হয়ে যান। এই সিনেমা মুক্তির আগেই তিনি কিরণকে বলেন, ‘‘এই ছবি চলবে না দেখে নিও।’’ এমনিতেই কিরণকে কষ্ট দিয়েছেন, তাঁকে কাঁদিয়েছেন বলে অপরাধবোধ রয়েছে আমিরের। এ বার অভিনেতা জানান, এক রাতে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন। সকালে কিরণ তাঁকে প্রশ্ন করেন, এতটা নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন, সব ঠিক আছে কিনা! সেই সময় আমির জানান, ছবিটা যে চলবে না। তাই আর বেশি ভাবছেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement