Entertainment News

জয়া কেন ‘দিদিভাই’, রহস্য ফাঁস করলেন অমিতাভ!

তিন বোনের মধ্যে সকলের বড় তিনি। সকলকে আগলে রেখেছেন গোটা জীবন। বোনেদের কাছে তাদের দিদিই সব। না! একটু ভুল হল বোধহয়। দিদি নন, তিনি ‘দিদিভাই’। তিনি জয়া বচ্চন। কিন্তু কেন বোনেরা জয়াকে দিদিভাই বলে ডাকে জানেন? সে রহস্য এতদিনে ফাঁস করলেন খোদ অমিতাভ বচ্চন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৬ ১৩:১৬
Share:

তিন বোনের মধ্যে সকলের বড় তিনি। সকলকে আগলে রেখেছেন গোটা জীবন। বোনেদের কাছে তাদের দিদিই সব। না! একটু ভুল হল বোধহয়। দিদি নন, তিনি ‘দিদিভাই’। তিনি জয়া বচ্চন। কিন্তু কেন বোনেরা জয়াকে দিদিভাই বলে ডাকে জানেন? সে রহস্য এতদিনে ফাঁস করলেন খোদ অমিতাভ বচ্চন।
শাহেনশার কথায়, ‘‘জয়া ছোট থেকেই খুব ডাকাবুকো। এনসিসি করেছে। ও বোনেদের মধ্যে সবচেয়ে বড়। তাই বাইরে কেউ কিছু বললে বোনেরা ওকে নালিশ করত। আর ও তাদের ব্যবস্থা করত। তাই বোনেদের দিদি তো বটেই, ভাই-ও। সেজন্যই তো ওরা জয়াকে দিদিভাই বলে ডাকে।’’
হাসতে হাসতে যখন অমিতাভ শেয়ার করছেন জয়ার ছোটবেলার দুষ্টুমির কথা তখন পাশে দাঁড়িয়ে নস্টালজিক হয়ে পড়েছিলেন জয়াও। সব মিলিয়ে এতদিনে ‘দিদিভাই’ রহস্যের সমাধান করলেন অমিতাভ নিজেই।

Advertisement

আরও পড়ুন, দিওয়ালি পার্টিতে বচ্চনদের হোস্ট কে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement