Ankita Lokhande Vicky Jain

প্রকাশ্য শো-এ স্ত্রীকে অপমান, কটূক্তি, ভিকির জ্বালায় ‘বিগ বস্’-এর ঘর ছেড়ে বেরিয়ে যাবেন কি অঙ্কিতা?

টিভির পর্দায় হামেশাই চোখের জল ফেলছেন অঙ্কিতা। তা হলে কি স্বামীর কাছ থেকে এমন ব্যবহার পেয়ে ‘বিগ বস্’-এর খেলা মাঝপথেই ছেড়ে বেরিয়ে যাবেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মুম্বই শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ১৯:২৩
Share:

(বাঁ দিকে) অঙ্কিতা লোখাণ্ডে (ডান দিকে) ভিকি জৈন। ছবি: সংগৃহীত।

বিয়ের বয়স মাত্র দু’বছর। এর মধ্যেই ভাঙনের পথে অঙ্কিতা লোখন্ডে এবং ভিকি জৈনের সংসার! সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে প্রেম ভাঙার পর অঙ্কিতা হাত ধরেন ভিকির। তাঁর সঙ্গে ঘর বাঁধেন। চলতি বছর ‘বিগ বস্‌ ১৭’-র ঘরে স্বামী ভিকির সঙ্গেই প্রবেশ করেন অঙ্কিতা। অনেকেই ভেবেছিলেন, প্রিয় জুটির প্রেমের মুহূর্ত দেখতে পাবেন। অনুরাগীদের সেই স্বপ্ন পূরণ তো হয়ইনি, বরং ‘বিগ বস্’-এর ঘরে বড় প্রশ্নের মুখে পড়েছে জুটির সম্পর্ক। দিনের পর দিন স্ত্রীকে অপমান করছেন ভিকি। কারও উপস্থিতির তোয়াক্কা না করেই অঙ্কিতাকে কথায় কথায় দুষছেন। টিভি পর্দায় হামেশাই চোখের জল ফেলছেন অঙ্কিতা। তা হলে কি স্বামীর কাছ থেকে এমন ব্যবহার পেয়ে ‘বিগ বস্‌’-এর খেলা মাঝপথেই ছেড়ে বেরিয়ে যাবেন অভিনেত্রী?

Advertisement

সম্প্রতি ভিকির বিরুদ্ধে অঙ্কিতা অভিযোগ করেন যে, তাঁকে ছাড়া ‘বিগ বস্’-এর ঘরের অন্য সব প্রতিযোগীদের সময় দিচ্ছেন ভিকি। অঙ্কিতার অভিযোগ শুনে চুপ করে থাকেননি ভিকিও। ভিকির কথায়, ‘‘আমি যখন কোনও দায়িত্ব নিতে চাই, তখন তুমি আমার পাশে দাঁড়াও না। তুমি কোনও যুক্তি মানতে চাও না।’’ অঙ্কিতা বার বার অনুরোধ করেছেন স্বামীর কাছে তাঁর পাশে থাকার জন্য, তাঁকে মানসিক ভাবে সঙ্গ দেওয়ার জন্য। কিন্তু, অভিনেত্রীর ছোটখাটো কথাতেই মেজাজ হারাচ্ছেন ভিকি। মাঝেমধ্যেই অঙ্কিতাকে বলছেন, ‘‘জীবনে কিছু তো দিতে পারনি, শান্তিটুকু দাও।’’ কখনও আবার বলছেন, ‘‘তুমি তোমার মতো খেলো, আমাকে জ্বালিও না। যা ইচ্ছে নিজের মতো করো।’’ ভিকির কাছ থেকে এমন ব্যবহার পেয়ে বার বার ভেঙে পড়ছেন অঙ্কিতা। বন্ধুরা অনেকেই অঙ্কিতাকে উপদেশ দিচ্ছেন, সম্পর্কের দিকটা আরেক বার ভেবে দেখার। তবে ‘বিগ বস্‌’-এর ঘরে ঢোকার আগে অবশ্য ভিকি বলেছিলেন, ‘‘ঘরের মধ্যে যাই হোক, আমার কাছে সম্পর্কটাই প্রাধান্য পাবে।’’ কিন্তু ভিকির আচরণ অন্য কথা বলছে। তবে এক্ষুনি এটা চূড়ান্ত নয় যে, খেলা মাঝপথে থামিয়ে অঙ্কিতা বাড়ি চলে যাবেন! অবশ্য অঙ্কিতার ভাবনা যে সেই পথেই হাঁটছে না, সে কথাও এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন